চট্টগ্রাম: সিটিতে বুধবার (২৬ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক)। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
অভিযানে করোনা ভাইরাস নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় ও গ্রাহকদের টিকা সনদ না দেখে রেস্টুরেন্টের খাবার পরিবেশন এবং অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাবার বিক্রির দায়ে মুরাদপুরের আয়োজন রেস্তোরাকে ৩০ হাজার টাকা ও হোটেল জামানকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অপর দিকে, পলিথিন মুক্ত পরিবেশ বান্ধব সিটির গড়ার লক্ষ্যে ষোলশহরের কর্ণফুলী কম্প্লেক্সে নিষেধাজ্ঞা অমান্য করে পলিথিন ব্যাগে পণ্য সামগ্রী বিক্রির দায়ে পাঁচ ব্যবসায় প্রতিষ্ঠান মালিককে সাড়ে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করে।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন