নিজস্ব প্রতিবেদক: মা ছেলের বিরোধ মিটাতে গিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের হারলেমে বন্দুকের গুলিতে নিহত হওয়া নিউ ইয়র্ক সিটি পুলিশ (এনওয়াইপিডি) অফিসার জেসন রিভেরা রকিকে (২২) শেষ বিদায় জানিয়েছেন হাজার হাজার পুলিশ অফিসার।
শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে ম্যানহাটনের ঐতিহাসিক সেন্ট প্যাট্রিক ক্যাথেড্রালের বাইরে “নীল সমুদ্রে” জড়ো হয়েছিলো হাজার হাজার পুলিশ অফিসার। এ সময় তাকে মরণোত্তর গোয়েন্দা প্রথম গ্রেডে উন্নীত করা হয়েছিল।
নিহত পুলিশ অফিসারের ভাই জেফরি রিভেরা বলেন,”আমার ভাইয়ের প্রথম প্রেম ছিল পুলিশিং। এই এই পেশার জন্য তার সারা জীবন বিলিয়ে দিয়েছেন। আমরা তার জন্য গর্ববোধ করি।”
শেষ বিদায়ের অনুষ্ঠানে মেয়র এরিক এডামস বলেন,”রিভেরা সম্প্রতি বিবাব করেছেন। তার পুলিশের চাকরির বয়স কেবল দুই বছর। তিনি তার জীবন দিয়েছেন তার সহকর্মী এবং নিউইয়র্কবাসীদের রক্ষা করতে। আমরা তাকে স্যালুট জানাই।”
নিউইয়র্কের শীর্ষ কর্মকর্তারা অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য গির্জার ভিতরে রিভেরার পরিবারের সাথে যোগদানের সাথে সাথে হাজার হাজার পুলিশ ‘বিগ অ্যাপলতে অবস্থান নেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, গভর্নর ক্যাথি হচুল, অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এবং সেন চাক শুমার, নিউইয়র্ক সিটি পুলিশ কমিশনার কিচ্যান্ট সেওলেসহ কয়েক হাজার পুলিশ অফিসার।
এর আগে, গত শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় হারলেমে মা ও ছেলের বিরোধ মিটাতে গিয়ে ছেলের (৪৪) বন্দুকের গুলিতে রিভেরা নিহত হোন। গুরুতর আহত হয় অপর এক পুলিশ অফিসার।
আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন