শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

শিরোনাম

বিএবিবিএফ ম্যাক্স-শৈবাল দাশ সুমন বডি বিল্ডিং কম্পিটিশন সম্পন্ন

রবিবার, জানুয়ারী ৩০, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: বিএবিবিএফ ম্যাক্স-শৈবাল দাশ সুমন বডি বিল্ডিং কম্পিটিশন- ২০২২ এর গ্র্যান্ড ফিনালে শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে চট্টগ্রাম সিটর এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। গত ২৬-২৮ জানুয়ারি পর্যন্ত তিন দিন ব্যাপী এ প্রতিযোগিতায় দেশের দুই শতাধিক বডি বিল্ডার অংশ নেন। সিনিয়র ম্যানস বডি বিল্ডিংয়ে ৬০ কেজি, ৬৫ কেজি, ৭০ কেজি, ৭৫ কেজি, ৭৫ কেজি প্লাস ক্যাটাগরি ও ম্যানস ফিজিক্স ক্যাটাগরিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম জিম ওনার্স এসোসিয়েশনের সভাপতি ও জামাল খান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, কাউন্সিলর নাজমুল হক ডিউক, চট্টগ্রাম জিম ওনার্স এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মানস দেব বক্তব্য দেন।

অনুষ্ঠানে আ জ ম নাছির বলেছেন, ‘চলমান করোনা মহামারী সময়ে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ব্যায়ামের বিকল্প নেই। বডি বিল্ডিং ইভেন্টকে জনপ্রিয় করার ক্ষেত্রে চট্টগ্রাম জিম ওনার্স এসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। তবে চট্টগ্রামে আন্তর্জাতিক মানের বডি বিল্ডিং কম্পিটিশন আয়োজনের পরিকল্পনা রয়েছে। করোনাকাল কেটে গেলে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা শুরু হবে।’

শৈবাল দাশ সুমন বলেন, ‘তরুণ প্রজন্মকে অনৈতিক কর্মকাণ্ড ও মাদকের ছোবল থেকে রক্ষা করতে হলে জিম হতে পারে কার্যকর একটি ওধুধ। ব্যায়ামের মাধ্যমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। প্রজন্মের কাছে বডি বিল্ডিংকে জনপ্রিয় করতে হলে ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাকেও এগিয়ে আসতে হবে। আগামী প্রতিযোগিতায় বিজয়ীদেরকে সিঙ্গাপুর ভ্রমণের সুযোগ সৃষ্টি করে দেয়া হবে।’

সিএনএমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন