নিজস্ব প্রতিবেদক: বাড়ির আঙ্গিনা অপরিস্কার রাখাকে কেন্দ্র করে বাংলাদেশি-মার্কিন নাগরিক বুরহান চৌধুরীকে (৭২) জরিমানা ও আদালত চলাকালে উপহাসের ঘটনার ক্ষমা চেয়েছেন বিচারক অ্যালেক্সিস ক্রট।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) এক বিবৃতিতে ক্রট বলেছেন, “আমি ভুল করেছি। আমি এক অপ্রত্যাশিত কাজ করেছি। আমি নিজের কর্মকাণ্ডের জন্য খুবই বিব্রত বোধ করছি। আমি সেই ব্যক্তির কাছে এবং আমাদের পুরো সম্প্রদায়ের কাছে ক্ষমাপ্রার্থী।”
ক্রোট জানিয়েছেন, বিচারিক অসদাচরণ তদারকি করে এমন এক রাষ্ট্রীয় কমিশনের কাছেও তিনি নিজের ভুল স্বীকার করেছেন।
এর আগে, গত ১০ জানুয়ারি এক অনলাইন শুনানিতে ক্যানসারে আক্রান্ত ৭২ বছর বয়সী বুরহান চৌধুরীকে উপহাস করেছিলেন। বাড়ির চারপাশ পরিচ্ছন্ন না রাখায় ১০০ মার্কিন ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দেন।
আর এমন বিষয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ওই বিচারকের বহিষ্কার করার দাবিতে ২ লাখ ৩০ হাজারেরও বেশি লোক অনলাইন পিটিশনে স্বাক্ষর করেছিল।
শুনানিতে ক্রট তাকে বলেছিলেন, “আপনার লজ্জিত হওয়া উচিত। যদি আমি এ কারণে আপনাকে জেল দিতে পারতাম, তাহলে তাই দিতাম। আপনাকে এটি পরিষ্কার করতে হবে।”
বিচারকের সিদ্ধান্ত ও কার্যক্রমের বিরুদ্ধে ‘চেঞ্জ ডট অর্গ’-এ পিটিশনও স্বাক্ষরিত হয়। এরপরই আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন তিনি।
আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন