সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

হারলেমে অফ-ডিউটি পুলিশ অফিসারকে গুলি করে জখম

রবিবার, ফেব্রুয়ারী ৬, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক:  নিউইয়র্কের হারলেমে এক অফ-ডিউটি পুলিশ অফিসারের উপর বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়ে ওই অফিসার মাউন্ট সিনাই হাসপাতালে ভর্তি রয়েছেন।

শনিবার (৫ জানুয়ারি) বিকেলে ওই অফিসার ম্যানহাটনভিল হাউসে এক স্বনামধন্য ব্যক্তির নিরাপত্তা রক্ষায় নিয়োজিত ছিলেন। ডিউটি শেষ করে সেখান থেকে বের হতেই দুজন সন্দেহভাজন তার উপর গুলি চালায়। 
পুলিশ জানিয়েছে, ওই অফিসারের বাম পায়ে গুলি লেগেছে। তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায় নি। ঘটনাটি তদন্তাধীন বলেও জানায় পুলিশ। 

এই বছর নিউইয়র্ক সিটিতে এটি সপ্তমবারের মতো কোন পুলিশ অফিসারকে গুলি করার ঘটনা। কয়েক সপ্তাহ আগে কুইন্সে গাড়ি ছিনতাই ও এক পুলিশ অফিসারকে গুলি করা হয়। গত মাসে একটি পারিবারিক বিরোধ মিটাতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ হারান আরেক পুলিশ অফিসার।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন