নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে এক ব্যক্তি তার পরিবারে ৪ জনকে গুলি করে হত্যা ও আরো ৩ জনকে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। পরে ওই ব্যক্তি নিজেও আত্মহত্যা করেন। শনিবার (৫ জানুয়ারি) এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- মিলাজোর সৎ বাবা উইলিয়াম (বিল) মিমস (৬৮), তার মা কনি মিমস(৬১),মিলাজোর ছেলে জোশুয়া মিলাজো (২১) এবং শিশু হান্টার ফ্রিম্যান (৪)।
জানা গেছে, অভিযুক্ত কেভিন মিলাজো (৪১) শনিবার ভোরে একটি খুনের তাণ্ডব চালায়। প্রথমে সে তার বাবা-মা, ছেলে এবং সাবেক বান্ধবীর চার বছর বয়সী শিশুকে হত্যা করেন। পরে নিজেকে গুলি করার আগে আরো তিনজনের উপর বন্দুক চালান তিনি। কার্সিকানা পুলিশ সদস্যরা অভিযুক্তের সন্ধান ধাওয়া করলে সে নিজেকে গুলি করে হত্যা করে।
কর্সিকানা পুলিশ বিভাগের কর্মকর্তারা জানায়, শনিবার মধ্যরাতের ঠিক পরে মিলাজো তার পরিবারের সদস্যদের হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ বাসভবনে পৌঁছে প্রাপ্তবয়স্ক এক পুরুষ এবং মহিলার মৃতদেহ দেখতে পায়। যাদেরকে মারাত্মকভাবে গুলি করা হয়েছিল।
পুলিশ আরো জানায়, আরও দু’জন বন্দুকের গুলিতে নিহত ব্যক্তিকে পাওয়া গেছে এবং ডালাস এলাকার ট্রমা সেন্টারে বিমানে করে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা এই মুহূর্তে জানা যায়নি।
আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন