বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

শিরোনাম

যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা পেতে সংশোধিত আইনে সম্মত হতে হবে

মঙ্গলবার, ফেব্রুয়ারী ৮, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: যুক্তরাষ্ট্র থেকে নিরাপত্তা বাহিনীর জন্য অনুদান পেতে হলে বাংলাদেশকে দেশটির সংশোধিত আইনে সম্মত হতে হবে। একই নিয়ম বহাল থাকবে বিশ্বের অন্যান্য দেশের জন্যও। সোমবার (৭ ফেব্রুয়ারি) ঢাকাস্থ আমেরিকান দূতাবাস সূত্রে এসব তথ্য জানা গেছে।

দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, যুক্তরাষ্ট্রের আইনি প্রক্রিয়া অনুসরণ করে মার্কিন কংগ্রেস লেহি আইনটিতে সংশোধনী এনেছে। সেখানে বলা হয় অনুদান অব্যাহত রাখতে হলে সহায়তাপ্রার্থী দেশগুলোকে সংশোধিত আইনে সম্মতি জানাতে হবে। যদি সংশ্লিষ্ট দেশের কোন বাহিনী মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িয়ে পড়ে তবে তারা সহায়তা পাবে না। 

সম্মতিপত্র পাঠানো নিয়ে সরকারের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘আমাদের পক্ষ থেকে এখনও সম্মতিপত্র পাঠানো হয়নি। এখনও বিষয়টি আলোচনার মধ্যেই আছে। যুক্তরাষ্ট্র থেকে সামরিক সহযোগিতা পেতে গত বছরের ডিসেম্বররে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয় যুক্তরাষ্ট্র। তবে ঢাকা থেকে সময় আবেদন করা হয়। 

এইদিকে, গত ২৮ ডিসেম্বর নিরাপত্তা বাহিনীর জন্য আমেরিকান অনুদান বিষয়ক লেহি চুক্তির বিষয়ে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন জানিয়েছিলেন, “আমেরিকান অনুদান পেতে সম্মতিপত্র পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ নিজেদের রক্ষাকবচ বা নিরাপত্তাবেষ্টনী ঠিক রেখেই সামনে এগোবে।”

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন