বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

দুর্যোগে সাড়া প্রদানে নগর স্বেচ্ছাসেবকদের ভূমিকা অনস্বীকার্য

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১০, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: ভৌগলিকভাবে চট্টগ্রাম একটি দুর্যোগপ্রবণ অঞ্চল। সিটিতে সংগঠিত যে কোন দুর্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাশাপাশি স্থানীয় জনগনের অংশগ্রহণ নিশ্চিত করতে পারে দুর্যোগ প্রশমন ও সম্পদের ক্ষতিরোধে কার্যকর সমাধান। এ ক্ষেত্রে স্থানীয় জনগনের দুর্যোগে সাড়া দানে দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই। নগর স্বেচ্ছাসেবকরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে প্রশিক্ষণ প্রাপ্তির পর এ ভূমিকা পালন করে আসছে। নগরীতে দুর্যোগে প্রথম সাড়াদানকারী হিসেবে তাই নগর স্বেচ্ছাসেবকদের ভূমিকা অনস্বীকার্য।
চার নম্বর চাঁন্দগাও ওয়ার্ড নগর স্বেচ্ছাসেবকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনকালে এসব কথা বলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম। সেভ দ্য চিলড্রেন ও ইপসার উদ্যোগে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের আয়োজনে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে সিটির আগ্রাবাদে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে ওয়ার্ডের ৫০ জন স্বেচ্ছাসেবকের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শহীদুল আলম আরো বলেন, ‘যে কোন সামাজিক উন্নয়নমূলক কাজে একাগ্রতা ও দলীয় ঐক্যের প্রয়োজনীয়তা অন্যতম। শুধুমাত্র প্রশিক্ষণ নিয়েই সব প্রস্তুতি শেষ নয়, সামাজিক উন্নয়নমূলক কাজে একাগ্রতা ও দলীয় ঐক্যের চেতনাকে ধরে রাখতে হবে।’

এছাড়া তিনি নগর স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ কার্যক্রম আয়োজনে উদ্যোগ গ্রহণে ইপসা ও সেভ দ্য চিলড্রেনকে ধন্যবাদ জানান।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) ফারুক হোসেন শিকদারের সভাপতিত্বে এবং ওয়্যার হাউজ ইন্সপেক্টর মোহাম্মদ সাহাদাত হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চার নম্বর চাঁন্দগাও ওয়ার্ডের কাউন্সিলর মো. এসরারুল হক এসরাল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইপসার উপ পরিচালক (সামাজিক উন্নয়ন) নাছিম বানু। তিনি চার নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে বাছাইকৃত উপস্থিত ৫০ জন নগর স্বেচ্ছাসেবকদের স্বেচ্ছাসেবার মনোভাবকে সাধুবাদ জানান এবং এ মনোবলকে ধরে রেখে মনোযোগ সহকারে প্রশিক্ষণ নিয়ে ভবিষ্যতে যে কোন দুর্যোগে প্রথম সাড়াপ্রদানকারী হিসেবে কাজ করতে আহবান জানান।

উদ্বোধন অনুষ্ঠানে প্রশিক্ষন কোর্স নিয়ে দিকনির্দেশনা দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক নিউটন দাস।

উল্লেখ্য, দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয়তা ও গুরুত্বের কথা বিবেচনা করে স্বেচ্ছাসেবকদের সমন্বিতভাবে পরিচালনার জন্য ২০১৯ সালে নগর স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা নির্দেশিকা প্রণয়ন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সে পরিপ্রেক্ষিতে সরকারি ও বেসরকারি বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে প্রয়াস-দুই প্রকল্পের মাধ্যমে স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণসহ তাদের সুষ্ঠুভাবে পরিচালনার চট্টগ্রামে কাজ করছে ইপসা ও সেভ দ্য চিলড্রেন। প্রকল্পের আওতায় ইতিমধ্যে সাত, আট ও ১৯ নম্বর ওয়ার্ডে ১৫০ জন নগর স্বেচ্ছাসেবকদের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দ্বারা তিন দিন প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রকল্পের ধারাবাহিকতায় ৮-১০ ফেব্রুয়ারী চার নম্বর ওয়ার্ডের নগর স্বেচ্ছাসেবকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। তিন দিনে স্বেচ্ছাসেবকরা স্বেচ্ছাসেবকত্ব, ভূমিকম্প ব্যবস্থাপনা, অবকাঠামো নির্মাণ সামগ্রী ও ভাঙ্গার ধরণ, অনুসন্ধান ও স্থান চিহ্নিতকরণ, উদ্ধার কলাকৌশল ও পদ্ধতি, জরুরী উদ্ধার পদ্ধতি, প্রাথমিক চিকিৎসা ও রোগী পর্যবেক্ষণ, অগ্নিনির্বাপণ ও ইভাকুয়েশনসহ বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ নেবেন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন