চট্টগ্রাম: অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মাংস প্রসেস করা, কর্মচারিদের স্বাস্থ্য সনদ না করা, করোনা ভাইরাসের টিকা সনদ দেখাতে ব্যর্থ, স্থানীয়ভাবে প্রস্তুতকৃত নিন্মমানের খাদ্যপণ্য বিক্রি, নির্দেশনা সত্বেও প্রতিষ্ঠানের সাইনবোর্ড বাংলায় না লিখায় চট্টগ্রাম খুলশীর বাস্কেট সুপারশপকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ পদক্ষেপ নেন। অভিযানের নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
একই দিন অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসায় করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে নন্দনকাননের ছয় ব্যবসায় প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করে।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন