বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

বিশ ‘ফিক্সড ইঞ্জিন’ জব্দ হালদা নদীর মোহনায়

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১০, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রামের হালদা নদীর মোহনা, কচুখাইন ও হালদায় ২০টি ‘ফিক্সড ইঞ্জিন’ ও তিন হাজার মিটার ভাসা জাল জব্দ করেছে সদরঘাট নৌ-পুলিশ।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকালে এ অভিযান চালানো হয়।

সদরঘাট নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘জেলেরা অবৈধভাবে হালদায় ও হালদা মোহনায় মাছ ধরতে বিশেষ করে জোয়ার-ভাটার সময় জালের দুই পাশে বাঁশ পুঁতে সুতার জাল ফেলে চলে যায়। যখন পানি বেড়ে যায় তখন জাল নিচে চলে গেলে তা আর কারো চোখে পড়ে না। আমরা দীর্ঘ দিন ধরে ফিক্সড ইঞ্জিন ধরতে চেষ্টা চালিয়ে আজ ২০টি ফিক্সড ইঞ্জিন জব্দ করতে পেরেছি। সেই সাথে তিন হাজার মিটার সুতার জাল জব্দ করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন