শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

কবিতা: বৃষ্টিস্নাত আমি । মনোজিৎ কুমার দাস

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১০, ২০২২

প্রিন্ট করুন

বৃষ্টি চলছে তো চলছেই,
আমাকে ডেরায় ফিরে যেতে হবে
যতই বৃষ্টি হোক না কেন।

হয়তো এক সময় বৃষ্টি থামবে,
এই ভরসায় আমি অপেক্ষা করেছি
ঘন্টার পর ঘন্টা, বৃষ্টি থামার নাম নেই।
সে আমার অপেক্ষায় আছে, তা আমি জানি;
আমাকে না পেয়ে সে হয়তো ফিরে যাবে।
আমি তো তারই জন্যে উদগ্রীব হয়ে আছি,
আমার সঙ্গে মিলিত হওয়ার জন্য সে উতলা হয়ে উঠেছে
তা আমি জানি।

বৃষ্টিতে ভিজেই আমাকে যেতে হবে শেষ পর্যন্ত।
আমি এখন বৃষ্টিস্নাত; কারণ আমি পথে নেমেছি,
অঝোর ধারার বৃষ্টিকে উপেক্ষা করে আমি এখানে পৌঁছেছি;
বিন্দু বিন্দু বৃষ্টির ফোঁটা আমার হাতে-মুখে
হীরের বিন্দু হয়ে ফুটে উঠেছে।
আমার চোখ দুটো ভেজা বৃষ্টির জলে।
আমি মিলিত হবই তার সঙ্গে এ অবস্থায়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন