চট্টগ্রাম: বাচিক শিল্প চর্চা কেন্দ্র ‘তারুণ্যের উচ্ছ্বাস’ পরিচালিত শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার ২৬তম ব্যাচের উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠান শুক্রবার (১১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটির আন্দরকিল্লাস্থ সংগঠনের সম্মিলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি শিশুসাহিত্যিক আফম মোদাচ্ছের আলী ও বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদের জাতীয় পরিষদ সদস্য আবৃত্তি শিল্পী মিলি চৌধুরী। পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে শুদ্ধ সংস্কৃতি চর্চা আরো ছড়িয়ে দেয়া প্রয়োজন। প্রয়োজন স্কুল কলেজ ভিত্তিক আবৃত্তির মত প্রয়োগিক শিল্প ও মুক্তবুদ্ধির চর্চা। মুক্তিযুদ্ধ ও দেশসচেতন প্রজন্ম গড়তে হলে সবার আগে আগামী প্রজন্মকে শুদ্ধ ও সুন্দরের চর্চার সমন্বয়ে গড়ে তুলতে হবে।’
অনুষ্ঠানে নতুন ব্যাচের শিক্ষার্থীদের হাতে কর্মশালা উপকরণ তুলে দেন অতিথিরা।
উল্লেখ্য, তারুণ্যের উচ্ছ্বাস পরিচালিত শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি, উপস্থাপনা ও সংবাদপাঠ বিষয়ক পাঁচ মাস ব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালায় বড় ও ছোটদের পৃথক ব্যাচে দেশবরেণ্য আবৃত্তি শিল্পী, অভিনেতা, কবি, সাংবাদিক ও প্রশিক্ষকরা ক্লাস নিবেন। যারা কর্মশালায় অংশ নিতে ইচ্ছুক, তাদের ০১৮১৪-৭৮০০৩২ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন