শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ফুডপ্যান্ডার ‘লাভলেন’ ক্যাম্পেইনে ‘৫০ শতাংশ লাভ ব্যাক’ অফার

শুক্রবার, ফেব্রুয়ারী ১১, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: ভালবাসা দিবস উপলক্ষে ফুডপ্যান্ডা চালু করেছে ‘লাভলেন’ ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনের অধীনে গ্রাহকদের জন্য থাকছে ‘৫০ শতাংশ লাভ ব্যাক’ অফার। ভালবাসা দিবস অনেকের জন্যই বিশেষ একটি দিন, আর মুখরোচক খাবার ছাড়া যে কোন উদযাপনই থেকে যায় অসম্পূর্ণ। ভোজনর সিকরা যাতে মজাদার খাবার ও অফারের সাথে ভালবাসার এ দিনটি উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করবে ফুডপ্যান্ডার ক্যাম্পেইনটি।

৭-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ ক্যাম্পেইন চলাকালীন, নির্দিষ্ট গ্রাহকরা ফুডপ্যান্ডা ভাউচার হিসেবে তাদের মোট অর্ডার মূল্যের অর্ধেক ফেরত পাওয়ার সুযোগ পাবেন। ‘৫০ শতাংশ লাভ ব্যাক’ পেতে, ক্রেতাদের ক্যাম্পেইন চলাকালীন কমপক্ষে চার বা তার বেশি সংখ্যক বার নির্দিষ্ট রেস্টুরেন্ট থেকে ন্যূনতম ৫০০ টাকার (প্রতি বার) অর্ডার করতে হবে। যে পাঁচজন ক্রেতা সর্বোচ্চ সংখ্যক বার অর্ডার করবেন, তারা জিতে নিবেন এ ভাউচার।

এ ক্যাম্পেইনের পাশাপাশি, ডেলিভারি এবং পিক-আপ উভয় ক্ষেত্রে ফুডপ্যান্ডায় ক্রেতাদের জন্য রয়েছে বিভিন্ন অফার ও ভাউচার।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন