চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে রোববার (১৩ ফেব্রুয়ারি) সিটিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে নিদের্শনা মোতাবেক বাংলা সাইন বোর্ড না লেখায় আট ব্যবসায় প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এর মধ্যে সিটির স্টেশন রোডের দি এলিয়ানা হোটেল এন্ড সুইটকে সাত হাজার টাকা, নিউ মার্কেটের নীচ তলার জেন্টেল ম্যানকে চার হাজার টাকা, জেন্টেলপার্ককে চার হাজার টাকা, আরটেক্সকে চার হাজার টাকা, ব্লু-মুনকে তিন হাজার টাকা, ট্রাফিককে তিন হাজার, ইনফিনিটিকে চার হাজার ও প্রাইড শো-রুমকে চার হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করে।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন