চট্টগ্রাম: অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মাংস প্রসেস করা, কর্মচারিদের স্বাস্থ্য সনদ না থাকা, করোনা ভাইরাসের টিকা সনদ দেখাতে ব্যর্থ হওয়া, নিম্ন মানের খাদ্যপণ্য বিক্রি, বেকারী পণ্যের মেয়াদ না থাকা ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে চট্টগ্রাম সিটির নাসিরাবাদের মিনা বাজার সুপারশপকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
অন্য অভিযানে ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসায় পরিচালনা ও মাংস বিহীন দিবসে মাংস বিক্রির দায়ে অমর চাঁদ রোড ও ফিরিঙ্গী বাজার এলাকায় ১২ দোকানদারের বিরুদ্ধে মামলা ও ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করেছেন স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।
অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করে।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন