চকরিয়া, কক্সবাজার: কক্সাবাজার জেলার চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় পিতা সুরেশ চন্দ্র শীলের শ্রাদ্ধকর্ম শেষে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচ সহোদর নিহত হন। রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকালে নিহতদের পরিবারের খোঁজ খবর নিতে ছুটে যান ঢাকা রমনা কালী মন্দিরের উপদেষ্টা ও জাগো হিন্দু পরিষদের উপদেষ্টা মিলন শর্মা। একই দিন সাতকানিয়ায় চন্ডী বৈদ্যের বাড়িতে দুর্বৃত্তদের অগ্নি সংযোগে ক্ষতিগ্রস্ত পরিবারকেও দেখতে যান তিনি।
মিলন শর্মা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস ও আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি প্রশাসনের কাছে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
এ সময় জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি রুবেল কান্তি দে, সাধারণ সম্পাদক টিটু শীল, বাঁশখালী উপজেলার সভাপতি সঞ্জয় দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক রুবেল দাশ গুপ্ত, প্রচার সম্পাদক চন্দন দেব নাথ, পুঁইছড়ি ইউনিয়ন কমিটির সভাপতি টুটুন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রেস বার্তা/সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন