নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কের রনকনকোমা থেকে পেন স্টেশনে যাওয়ার কথা একটি লং আইল্যান্ড রেল রোড (এলআইআরআর) ট্রেনে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে একব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দিনগত রাত ১ টা ৪৫ মিনিটের দিকে রোনকোনকোমা লং আইল্যান্ড রেল রোড স্টেশনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ট্রেনের সামনে থেকে চতুর্থ বগিতে এ ঘটনা ঘটে। হামলার সময় ট্রেনটি প্ল্যাটফর্মে থামানো হয়েছিল। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয় নি বলেও জানায় পুলিশ।
এর আগে ১৯৯৩ সালে একটি এলআইআরআর ট্রেনে মারাত্মক বন্দুক হামলা হয়। সেসময় যাত্রী কলিন ফার্গুসন অন্যান্য যাত্রীদের উপর গুলি চালাতে শুরু করে। এতে ৬ জন নিহত এবং ১৯ জন আহত হন।
আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন