চলমান ডেস্ক: চলমান ইউক্রেন-রাশিয়ার সীমান্ত উত্তেজনা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক প্রধান রোজমেরি ডিকালো। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আয়োজিত বৈঠকে এমন মন্তব্য করেছেন তিনি।
ডিকালো সতর্ক করে বলেছেন, ইউক্রেন-রাশিয়ার সম্ভাব্য সামরিক সংঘাতকে ঘিরে যেমন জল্পনা-কল্পনা রয়েছে তেমনি অভিযোগও অনেক।
পরিস্থিতিকে অতি বিপজ্জনক অ্যাখা দিয়ে তিনি বলেন, ২০১৪ সালের পর ইউক্রেন ও এর আশপাশের সীমান্তে উত্তেজনা অন্য যেকোনও সময়ের চেয়ে বেশি। একইসঙ্গে জাতিসংঘে রোজমেরি বিশ্বাস করেন, পরিস্থিতি উত্তরণে কূটনীতির কোনও বিকল্প নেই।
পূর্ব ইউক্রেন ক্রমবর্ধমান উত্তেজনা নিরসনের লক্ষ্যেই নিরাপত্তা পরিষদে বৈঠকে বসেছে সদস্য রাষ্ট্রগুলো।
আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন