শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

চসিক আয়োজিত বইমেলা শুরু রোববার

শুক্রবার, ফেব্রুয়ারী ১৮, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ, নাগরিক সমাজ, মুক্তিযোদ্ধা, লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ ও সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের নেতাদের সহযোগিতায় ঢাকা ও চট্টগ্রামের সৃজনশীল প্রকাশকদের অংশগ্রহণে রোববার (২০ ফেব্রুয়ারি) থেকে সিটির এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম চত্বরে অমর একুশে বইমেলা-২০২২ শুরু হতে যাচ্ছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জিমনেশিয়াম চত্বরে বইমেলার সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে চসিক।

এতে জানানো হয়, শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে এবার মেলা প্রাঙ্গণে থাকছে দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু কর্ণার, লেখক আড্ডা, নারী লেখক, শিশু কর্ণারসহ ওয়াইফাই জোন। দর্শনার্থীদের নিরাপত্তায় পুরো মেলা প্রাঙ্গণ সিসিটিভি নেটওর্য়াকের আওতাভূক্ত থাকবে, আরো থাকবে মুক্তিযুদ্ধোদের জন্য সংরক্ষিত আসন। মেলা মঞ্চে প্রতিদিন নতুন বইয়ের মোড়ক উম্মোচনও বিষয়ভিত্তিক আলোচনা সভা। প্রতিদিনের আলোচনা সভায় বিচিত্র বিষয়ে সমাহার রয়েছে। বইমেলায় জঙ্গীবাদ, মুক্তিযুদ্ধ, বাঙালি সাংস্কৃতি, স্বাধীনতা বিরোধী ও বঙ্গবন্ধুর চেতনা বিরোধী কার্যক্রম ও গ্রন্থ প্রশ্রয় দেয়া হবে না। অনুষ্ঠামালার মধ্যে রয়েছে- মাতৃভাষাদিবস, লোক উৎসব, রবীন্দ্র উৎসব, তারুণ্য উৎসব, নারী উৎসব, বিতর্ক উৎসব, নজরুল দিবস, বিদ্রোহী কবিতার শতবর্ষ উদ্যাপন, মরমী উৎসব, আবৃতি উৎসব, নৃগোষ্ঠী উৎসব, চাটগাঁ উৎসব, যুব উৎসব, পেশাজীবী সমাবেশ, ঐতিহাসিক সাত মার্চের আলোচনানুষ্ঠান, ছড়া উৎসবসহ ১০ মার্চ সমাপনী অনুষ্ঠান। দেশের খ্যাতিমান কবি-সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক অঙ্গণের বরেণ্য ব্যক্তিরা বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেবেন। করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি অনুসরণ করে অনুষ্ঠান করা হবে ও মেলার প্রবেশ মুখে থাকবে করোনা প্রতিরোধক বুথ। এবারের মেলায় ১২০টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। মেলার সার্বিক নিরাপত্তায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর পাশাপাশি বেসরকারি নিরাপত্তা সংস্থাও নিয়োজিত থাকবে।

সংবাদ সম্মেলনে এতে মেলার আহবায়ক ও কাইন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু জানান, মেলা মঞ্চে শিশু কিশোরদের চিত্রাংকন, রচনা, বিতর্ক প্রতিযোগিতা, রবীন্দ্র-নজরুল-লোক সংগীত, সাধরণ নৃত্য, লোক নৃত্য, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও দেশের গানের আয়োজন করা হয়েছে ও প্রতিদিন মুক্তিযুদ্ধের জাগরনী ও দেশাত্ববোধক গান পরিবেশিত হবে। এতে দেশের প্রথিতযশা লেখক, সাহিত্যিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী উপস্থিত থাকবেন। এছাড়া জাতীয় জীবনে যে সব ব্যক্তি কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন, তাদের একুশে স্মারক সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কার দেয়া হবে। আরো থাকবে ৫২’র ভাষা আন্দোলন ও স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারিদের বাণী সংবলিত প্রতিকৃতি প্রদর্শনী, মেলা পরিষদের কক্ষ, সুপরিসর মিডিয়া সেন্টার, হেলথ কর্ণার, ফায়ার সার্ভিস, অভ্যর্থনা কক্ষ, বিটিভি বুথ, ব্যাংক বুথসহ সার্বক্ষণিক সেবা প্রদানে চসিকের বিভিন্ন বিভাগের সমন্বয়ে সার্ভিস বুথের ব্যবস্থা।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন চসিকের সমাজকল্যাণ স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর আবদুস সালাম মাসুম, মেলা কমিটির সদস্য সচিব চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, যুগ্ম সম্পাদক শাহ আলম নিপু, কবি ওমর কায়সার, জালাম উদ্দিন, সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী, সাইফুদ্দিন আহমেদ সাকী, কামরুল হাসান বাদল, সাইফুল আলম বাবু, মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ আহমদ, চসিকের উপসচিব আশেক রসুল চৌধুরী টিপু, কবি আইয়ুব সৈয়দ, আলী প্রয়াস, মাসুদ বকুল, দীপেন চৌধুরী, নজরুল ইসলাম মোস্তাফিজ, জয়নুদ্দিন জয়, মো. সায়েম, জিয়াউল হক জিয়া, জসিমুল হক চৌধুরী।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন