শনিবার, ১৫ মার্চ ২০২৫

শিরোনাম

দেশে ফেরা হলো না প্রবাসি হাসানের!

রবিবার, ফেব্রুয়ারী ২০, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: ১৬ বছর আগে জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকা ছুটে যান মোহাম্মদ হাসান। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্য জিরতলী গ্রামের গুণহাজী ব্যাপারি বাড়ির মৃত আমিন উল্যা দরবেশের ছেলে। চলতি বছরের জুন মাসে কথা ছিলো বাড়ি ফিরবেন। চলছিলো বিয়ের কথাও। তবে ঘাতক খুনির চুরির আঘাতে ছিন্নভিন্ন হয়ে গেলো সব স্বপ্ন! বাড়ি ফেরার আগেই চলে গেলেন না ফেরার দেশে।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১টার দিকে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার হাম্মান্সক্রালে নিজ দোকানের আফ্রিকান কর্মচারীর ছুরিকাঘাতে খুন হোন বাংলাদেশি যুবক মোহাম্মদ হাসান। পরে খুনী তার বাসা ও দোকানে থাকা টাকা এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে যান।

আট ভাই ও দুই বোনের মধ্যে হাসান ছিলেন চতুর্থ। ৬ বছর আগে আফ্রিকায় ওই দেশের সন্ত্রাসীদের গুলিতে নিহত হন হাসানের বড় ভাই টিপু।

নিহতের চাচা কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আফ্রিকায় যাওয়ার পর ভাইদের সহযোগিতায় প্রিটোরিয়ার হামাস্ক্রাল শহরে নিজের একটি ব্যবসাপ্রতিষ্ঠান চালু করেন তিনি। নিজের ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করার জন্য ওই দেশের (আফ্রিকান) এক যুবককে কর্মচারী হিসেবে নেন হাসান। 

তিনি বলেন, দীর্ঘদিন পর বাড়ি আসবেন, তাই টাকা ও মূল্যবান মালামাল নিজের বাসায় রাখেন । তবে শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাসায় গিয়ে খাওয়ার পর আফ্রিকান কর্মচারীসহ ঘুমিয়ে যান হাসান। রাতের কোনো একসময় আফ্রিকান ওই কর্মচারী ঘুমের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে হাসানের ওপর হামলা চালিয়ে টাকা ও মালামাল নিয়ে পালিয়ে যান। হাসানের চিৎকারে পাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসানের প্রতিবেশী মোহাম্মদ ইকবাল হোসেন জানান, পরিবারে আর্থিক সচ্ছলতা নিয়ে আসবেন এবং বিয়ে করবেন। এ অবস্থায় সন্তানকে হারিয়ে বাড়িতে চলছে শোকের মাতম। ছেলেকে হারিয়ে জ্ঞান হারাচ্ছেন বৃদ্ধ মা জাহানারা বেগম। হাসানের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে তার পরিবার।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন