চলমান ডেস্ক: গোয়েন্দা তথ্য বিনিময় ও মাদক সমস্যা নিরসনে একসাথে কাজ করবে বাংলাদেশ-জর্ডান। এছাড়া জর্ডান বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রশিক্ষণ দেবে।
রোববার (২০ ফেব্রুয়ারি) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাযেন ফারায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এসময় এসব বিষয়ে একমত হন তারা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপুর সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞাপ্তিতে বলা হয়, স্থানীয় সময় সকাল ১০টায় জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মতবিনিময় করেন দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জর্ডানে অবস্থিত প্রবাসী বাংলাদেশিদের ভিসা প্রাপ্তি নবায়ন সহজ করা ও যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের ভিসা নবায়ন প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান।
দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও গভীর ও ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য ঢাকায় জর্ডানের দূতাবাস স্থাপনের জন্য অনুরোধ করেন আসাদুজ্জামান খান। জবাবে জর্ডানের মন্ত্রী বলেন- এ বিষয়টি গুরুত্ব সহকারে দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে জানানো হবে।
এছাড়া পারস্পরিক ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে দুই দেশের ব্যবসায়ীদের ভ্রমণের সুযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের বাংলাদেশ থেকে তাদের নিজ দেশে প্রত্যাবর্তনে জর্ডানের সহযোগিতা কামনা করে বাংলাদেশ।
বৈঠকে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আইয়ূব চৌধুরী, সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী ও জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান উপস্থিত ছিলেন।
আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন