শনিবার, ১৫ মার্চ ২০২৫

শিরোনাম

মহিউদ্দিন চৌধুরী তার পুরো জীবন মানুষের জন্যই উৎসর্গ করেছেন

সোমবার, ফেব্রুয়ারী ২১, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্মরণে শুক্রবার (১৮ ফ্রেব্রয়ারী) রাতে ভাচুর্য়াল স্মরণ সভা অনুষ্টিত হয়েছে। এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন ইউকের উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি মনোয়ার হোসেন। পরিচালনায় ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অভিজিত ধর বাপ্পি। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনীম।

আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক ভিসি প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, সাবেক শিক্ষক প্রফেসর জোতি প্রকাশ দত্ত, লন্ডন প্রবাসী সৈয়দ আবদুল মাবুদ, আওয়ামীলীগ নেতা মো. ইউনুস, হাসান মাহমুদ শামসের, জামশেদুল আলম চৌধুরী, আমেরিকা প্রবাসী সাইদ নজরুল ইসলাম হারুন, চট্টগ্রাম আনসার বাহিনীর কমান্ডার আজিম উদ্দিন, সিপ্লাস টিভির পরিচালক আলমগীর অপু, চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন, যুগ্ম মহা সচিব নাহিদা খানম, সাবেক ছাত্র নেতা আবু তাহের চৌধুরী, ইতালি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি নুরুল কবির, প্রাক্তন ছাত্রনেতা নওশেদ রানা, লন্ডন প্রবাসী মিজানুর রহমান, ন্যাপ নেতা মিঠুন দাশ গুপ্ত, নারী নেত্রী লায়লা আরজুমান বানু, কানিজ ফাতিমা লিমা, সুচিত্রা গুহ, লন্ডন প্রবাসী সংস্কৃতি কর্মী নুরুন নবী আলী, গিনিচ রেকর্ডভূক্ত যন্ত্রশিল্পী সুদর্শন দাশ, জার্মানি প্রবাসী বকুল ভূইয়া, অস্ট্রেলিয়া প্রবাসী রেজয়ান চৌধুরী।

মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘আমার পিতা সারা জীবন মানুষরের জন্যই  উৎসর্গ করেছেন। সব সময় তিনি চট্টগ্রামে উন্নয়নের জন্য অগ্রণী ভূমিকা নিয়েছেন। সব কর্মকান্ডে আমার পিতার সাথে যারা কাজ করেছেন, সহযোদ্ধা ছিলেন তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাই। মহিউদ্দিন চৌধুরীর প্রতি সম্মান জানানো মানে তাদের প্রতিও সম্মান জানানো।’

তিনি প্রধান মন্ত্রীর হাতে বাংলাদেশের যে বিশাল উন্নয়ন কর্মকান্ড হয়েছে, সে ধারা অব্যাহত রাখার জন্য এবিএম মহিউদ্দিন চৌধুরীর যে লক্ষ্যে কাজ করতেন, সে লক্ষ্যে তথা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জবিত হয়ে উন্নত বাংলাদেশ প্রতিষ্টার স্বপ্ন বাস্তবায়ন জন্য প্রধান মন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করার আহবান জানান।

মনোয়ার হোসেন বলেন, ‘এবিএম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামের উন্নয়নের জন্য যে অবদান রেখে গেছেন ও অতীতে গণতন্ত্রের সংগ্রামে চট্টগ্রামে সামনে রাখার জন্য যে ভূমিকা পালন করেছেন, তা কখনো ভুলার নয়। তার কাছ থেকে পরবর্তী প্রজম্মের অনেক কিছু শিক্ষার আছে। তার সাথে ৯০ এর স্বৈরাচার বিরোধী গণ অভ্যুথ্থানের আগে প্রায় ছয় মাস কারাগারে থেকে অনেক কিছু জেনেছি ও শিখেছি। দেশের বাহিরে একটা বিশাল তরুণ প্রজম্ম রয়েছে, তাদের মহিউদ্দিন চৌধুরীর মত নেতার সম্পর্কে জানতে হবে। তাদের সচেতন করা ও তার সম্পর্কে জানানোর জন্য ও মহিউদ্দিন চৌধুরীর মত নেতার আন্তজার্তিক পরিসরে স্মৃতিকে ধরে রাখার জন্য এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন ইউকে গঠন করা হয়েছে। এ সংগঠনের উদ্যোগে দেশে কিছু মহতি কর্মকান্ড পরিচালনা করা হবে।
সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন