শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

২১ শে ফেব্রুয়ারি

সোমবার, ফেব্রুয়ারী ২১, ২০২২

প্রিন্ট করুন

মোস্তাফিজুর রহমান বাবু:

বাসন্তিক কোকিলের মাধুরি তানে
ফাগুনের পলাশ কত স্নিগ্ধ-কনজো!
ঝরানো রক্তিম ইতিহাস আজো,
ভাষা শহিদের আত্মাহুতি হ্নদয়ে অস্ফুটে,
ভাই হারানো চিত্তে রেখেছি মোরা গেঁতে।

এই মাধবী দিনে শ্রদ্ধার সনে খালি পায়ে
শহিদ মিনারে প্রাণবন্ত জীবন দীপ্তি পাই।
বাংলা বুলিতে বলা,পুষ্পে মিনার ভরা,
প্রাণের তরে ভাষা,
মোদের প্রণয় সারা।

ভাষার তরে আহুতি জান,
শহিদের দান,২১ শে ফেব্রুয়ারি মোদের প্রাণ।
একুশের দিনের- সেই বিষন্ন-বেদনার্ত
গুলির আঘাত না পারল বাংলা অক্ষরে ব্যাঘাত।

বাংলার দামাল ছেলেদের ঝঞ্ঝাক্ষুব্ধরাষ্ট্র ভাষা
বাংলা চাই এই স্লোগানরক্তস্রোতে
বাংলা মায়ের সন্তান,
সালাম,রফিক,জব্বারের রক্ত স্নান,
ভাষার তরে আহুতি জান,
শহিদের দান২১ শে ফেব্রুয়ারি মোদের প্রাণ।

(মোস্তাফিজুর রহমান বাবু মহেশখালী উপজেলার, মাতারবাড়ীর ব্যবসায়ী  দেলোয়ার হোছাইনের কনিষ্ঠ ছেলে)

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন