চলমান ডেস্ক: ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন (২০২২-২৩) আগামীকাল বুধবার থেকে শুরু হবে। যা শেষ হবে ২৪ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার)। এই ২ দিনেই সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত (মাঝে এক ঘন্টা বিরতি) দিয়ে ভোট গ্রহন চলবে।
ঢাকা আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার ও মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু জানান, এ বারের নির্বাচনে মোট ২৩টি পদের জন্য ২ টি প্যানেলে ৪৬ জন আইনজীবী প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এছাড়া এই দুই প্যানেল ছাড়াও সাধারণ সম্পাদক ও ক্রীড়া সম্পাদকে পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমানে ঢাকা আইনজীবী সমিতির মোট ভোটার সংখ্যা দারিয়েছে প্রায় ১৯ হাজার আটশত ৪৭ জনে।
নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করছেন আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের মাহবুবুর রহমান ও বিএনপির নীল প্যানেলের মো. খোরশেদ মিয়া আলম। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করছেন বিএনপির সৈয়দ নজরুল ইসলাম ও আওয়ামী লীগের ফিরোজুর রহমান মন্টু। এ নির্বাচনের জন্য ঘোষিত তফসিল অনুযায়ী কার্যকরী পরিষদের জন্য ২৩টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৩টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১২টি সম্পাদকীয় পদ ও ১১টি কার্যনির্বাহী সদস্য পদ রয়েছে।
এ বারের নির্বাচনে প্রধান প্রতিদ্বন্ধিতা হবে দুটি প্যানেলের মধ্যে। একটি প্যানেল আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল অপরটি বিএনপি ও তাদের সমমনাদের সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নীল প্যানেল। এবরের নির্বাচনে সাদা ও নীল প্যানেলের প্রার্থীদের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।
এফআইটি/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন