চট্টগ্রাম: ‘একুশ বাঙালির একটি আবেগের দিন। কথক নাট্য সম্প্রদায় এ দিনে সেই আবেগকে ধারণ করে ১৯৮২ সালে মঞ্চে পদার্পণ করে। কথক তাই শিল্প ও মাটির গুরুত্ব বিবেচনায় রেখে নাটকের বিষয়বস্তু নির্ধারণ করে। ৪০ বছর দীর্ঘ একটা পথ কিন্তু কথকের অর্জন ততটা তৃপ্তময় নয়। আমাদের আরো এগিয়ে যাওয়ার স্বপ্নটা প্রবল। কথকের এতটুকু পথ চলায় যারা ছিলেন, আজ হয়তো নেই। কিন্তু গর্বের জায়গায় সবাই মিশে আছেন। সবার প্রতি শ্রদ্ধা ও শুভ কামনা।’
সোমবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কথক নাট্য সম্প্রদায়ের চল্লিশ বছর পূর্তিতে আলোচনায় বক্তারা এসব কথা বলেন। ৪০ বছরের নিরলস পথ চলার সুদীর্ঘ সারথি বিক্রম চৌধুরীকে দলের সদস্যদের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক দেয়া হয়। এরপর দল প্রধান বিক্রম চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় বক্তব্য দেন শাহীন চৌধুরী, একেএম ইসমাঈল, মো নাছির উদ্দিন, শফিকুর রহমান, বেদারুল হোসেন ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের দপ্তর সম্পাদক খোরশেদ আলম।
শাহীন চৌধুরীর রচিত ও নির্দেশিত নাটক ‘ফসলের গান’ প্রদর্শিত হয়। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেন কেশব রায়, জানে আলম টিটু, নাসির উদ্দিন, বশির মিয়া, দেবাশীষ ভট্টাচার্য, আবু তাহের সাইমন, জনি আচার্য, হাসানুল ওয়াহিদ, আবহ সংগীতে মোহাম্মদ ফোরকান ও অর্পণ দাশ।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন