শনিবার, ১৫ মার্চ ২০২৫

শিরোনাম

চরমোনাই ট্রলারডুবিতে ৩ মুসল্লির মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৪, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক : ব‌রিশা‌লে যাত্রীসহ ট্রলার ডু‌বির ঘটনায় এ পর্যন্ত তিনজ‌নের মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে ফায়ার সা‌র্ভিস। বুধবার ‌দুপুর ১২টায় বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ব‌রিশাল নৌ ফায়ার সা‌র্ভিসের স্টেশন অ‌ফিসার খোর‌শেদ আলম।
প্রত্যক্ষদর্শ‌ী ও দুর্ঘটনাকবলিতদের বরাত দিয়ে তি‌নি জানান, মঙ্গলবার (২২ ফেব্রুয়া‌রি) দিনগত রা‌ত দেড়ট‌ার দি‌কে ব‌রিশা‌লের চর‌মোনাই ইউনিয়নের নলচর সংলগ্ন আ‌ড়িয়াল খাঁ নদী‌তে এই দুর্ঘটনা ঘ‌টে। দুর্ঘটনার সময় ওই ট্রলারে ৪৫ জন যাত্রী ছিল। তাদের সবার বাড়ি সিরাজগঞ্জে। একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। সকা‌লে খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে গি‌য়ে উদ্ধার অ‌ভিযান শুরু করা হয়। চার জ‌ন নি‌খো‌ঁজের খবর ছি‌লে আমা‌দের কা‌ছে। এরই‌ ম‌ধ্যে তিনজ‌নের মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে।

স্থানীয় বুলবুল আকন জানান, ঢাকার দিক থে‌কে মাহ‌ফি‌লের উ‌দ্দে‌শ্যে মুসল্লি নি‌য়ে কাঠব‌ডির ট্রলার‌টি চর‌মোনাই এর দি‌কে আস‌ছি‌ল। প‌থিম‌ধ্যে ট্রলার‌টি উ‌ল্টে গি‌য়ে প্রায় ৩০ যাত্রী নদীতে পড়ে যায়। এ‌তে বেশ ক‌য়েকজন নি‌ঁখোঁজ ছি‌ল।

ব‌রিশাল নৌ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) হাসনাত জামান ব‌লেন, ‌সিরাজগঞ্জ থে‌কে ট্রলা‌রে ক‌রে চর‌মোনাই মাহ‌ফি‌লের উ‌দ্দে‌শ্যে আস‌ছি‌লে কিছু মুসল্লি। তারা চর‌মোনাইয়ের কাছাকা‌ছি পৌঁছা‌লে ট্রলার‌টি ডু‌বে যায় রা‌তে। কিন্তু কতজন যাত্রী নি‌য়ে ডু‌বে‌ছে সেটা নি‌শ্চিত হওয়া যায়‌নি। তিনজ‌নের মরদেহ উদ্ধার হ‌য়ে‌ছে। তবে তাদের নাম-প‌রিচয় এখনও নি‌শ্চিত হওয়া যায়‌নি।
তুহিন/আইআই 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন