বান্দরবান প্রতিনিধি: বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের কদুখোলা গ্রামের খালপাড় থেকে পরিত্যক্ত অবস্থায় এক ছেলে নবজাতক উদ্ধার হয়েছে।গতকাল রবিবার (২৭ ফেব্রুয়ারি ) দুপুরে স্থানীয় গ্রামবাসী হাসিনা বেগম এই নবজাতককে উদ্ধার করেন।
জানা গেছে,কদুখোলার আব্দুল করিমের স্ত্রী হাসিনা বেগম দুপুরে বাড়ির পাশে খালে মাছ ধরতে গিয়ে নবজাতকের কান্না শুনতে পায়। কান্নার শব্দ শোনে নবজাতকের নিকটবর্তী গিয়ে দেখতে পায় একটি বস্তা দিয়ে মোড়ানো এক দিনের ছেলে নবজাতক।সদ্য ভূমিষ্ঠ নবজাতকের নাড়ি সুঁতোয় বাঁধা ছিল না। জল ফুলসহ ছেলে শিশু সন্তানকে উদ্ধার করে হাসিনা বেগম তার নিজ বাড়িতে নিয়ে আসেন। বাড়ির আশে পাশের লোকজনের সহযোগিতায় নবজাতকটির নাড় কেটে সুতো বেঁধে গরম পানি দিয়ে গোসল করিয়ে তার ঘরে নিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে নবজাতকটিকব সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে সুস্থ রয়েছে। জন্মের পরে এমন ফুটফুটে শিশুটি মায়ের কোলে থাকার কথা ছিল। স্বজনের ভালোবাসায় সিক্ত হওয়ার সেই সময়টাতেই ওর স্থান হয়েছে বস্তামোড়ানো অবস্থায় খালপাড়ে। ওর জন্মদাতা কে? কোন নারী গর্ভে ধারণ করেছিলেন ওকে? জন্মের পরে নিষ্পাপ শিশুটিকে কেনোই বা দেখতে হলো এমন নিষ্ঠুরতা-সেই প্রশ্নের জবাব মেলেনি এখনো। তবে পুলিশ এসব প্রশ্নের উত্তর জানতে তদন্ত শুরু করেছে। কেন জন্মের মা বস্তায় মুড়িয়ে ফেলে গেছেন তাকে তাও জানতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নবজাতকটিকে হাসিনা বেগম দেখতে পেয়ে তার বাড়ি নিয়ে যান। বর্তমানে সদর হাসপাতালে পুলিশের হেফাজতে রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ওই নবজাতকের পরিচয় পেতে বা লালন-পালন করতে যা যা করণীয় আছে তার সব ব্যবস্থাই আমরা করব।
আজিজ/আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন