শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

শিরোনাম

হার দিয়ে শেষ বাংলাদেশের, আফগানদের জয়

সোমবার, ফেব্রুয়ারী ২৮, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। ১৯৩ রানের মামুলি লক্ষ্য। আফগানদের হোয়াইটওয়াশ করার যে মিশন নিয়ে আজ খেলতে নেমেছিল বাংলাদেশ, তা যেন ব্যাটিংয়েই শেষ হয়ে গেছে। এমন অবস্থায় দরকার ছিল আটসাঁট বোলিং ও ফিল্ডিং। কিন্তু বোলাররা ঠিকঠাক বল করলেও ফিল্ডারদের যাচ্ছেতাই পারফরম্যান্সে স্বাগতিকদের বরণ করতে হল বড় পরাজয়।

ব্যাটারদের ব্যর্থতার দিনে মাত্র ১৯২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ফলে বড় দায়িত্ব ছিল বোলারদের কাঁধে। কিন্তু সেই মানের বোলিং করতে পারেননি তাসকিন আহমেদ, সাকিব আল হাসানরা। পাশাপাশি ক্যাচ মিসের পশরা সাজান মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা। ফলে কিছুই আর কাজে লাগেনি।

তিনবার জীবন পেয়ে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন রহমানউল্লাহ গুরবাজ। মাত্র ৯ ম্যাচের ক্যারিয়ারে তিনবার পঞ্চাশ পেরিয়ে তিনটিকেই সেঞ্চুরিতে রূপ দিয়েছেন এ উইকেটরক্ষক ব্যাটার। তার অপরাজিত ১০৬ রানের ইনিংসে শেষ ম্যাচ থেকে ১০টি পয়েন্ট পেয়ে গেছে আফগানিস্তান। আফগানিস্তানকে এমন সহজ জয় এনে দিতে সবচেয়ে বড় অবদান রাখেন ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। তিনি ১১০ বল খেলে ১০৬ রানের অপরাজিত ইনিংস খেলেন। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন রহমত শাহ। তিনি ৬৭ বল খেলে ৪৭ রান করেন।

এছাড়া তাদের আরেক ওপেনার রিয়াজ হাসান ৪৯ বল খেলে  ৩৫ রান করেন। রিয়াজ ও  গুরবাজ উদ্বোধনী জুটিতেই দলকে ৭৯ রান এনে দেন। ফলে তারা পরবর্তীতে খুব সহজ জয় তুলে নেয়। অপরদিকে ১৭৬ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ দল। মাহমদুউল্লাহ রিয়াদ শেষ দিকে ৫৩ বলে ২৯ রানের অপরাজিত একটি ইনিংস খেললেও দলীয় রান দুইশ পার করতে পারেননি সতীর্থদের ব্যর্থতায়। ইনিংসের ৪৭তম ওভারে ১৯২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ দল। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রশিদ খান।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৪৬.৫ ওভারে ১৯২ (তামিম ১১, লিটন ৮৬, সাকিব ৩০, মুশফিক ৭, ইয়াসির ১, মাহমুদউল্লাহ ২৯*, আফিফ ৫, মিরাজ ৬, তাসকিন ০, শরিফুল ৭, মোস্তাফিজ ১; ফারুকি ৭.৫-০-৩৩-১, মুজিব ৮-০-৩৭-০, ওমরজাই ৬-০-২৯-১, নাইব ৫-০-২৫-০, রশিদ ১০-০-৩৭-৩, নবি ১০-০-২৯-২)
আফগানিস্তান: ৪০.১ ওভার ১৯৩/৩ (গুরবাজ ১০৬, রিয়াজ ৩৫, রহমত শাহ ৪৭, হাসমতউল্লাহ ২, নাজিবউল্লাহ ২; সাকিব আল হাসান ১০-০-৪৭-১, মেহেদি হাসান ৮.১-১-৩৭-২)

এফআইটি/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন