চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির আসকার দিঘীর পাড়স্থ ফ্রেন্ডস ক্লাবে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রেন্ডস ক্লাব কারাতে-কাতা প্রতিযোগীতা ২০২২। ৪৬টি ক্যাটাগরিতে পাঁচটি ক্লাবের মোট ২৩৪জন প্রতিযোগী দিনব্যাপী অংশ নেয় প্রতিযোগীতায়।
প্রতিযোগিতাটির পরিচালকের দায়িত্বে ছিলেন এশিয়ান কারাতে ফেডারেশনের লাইসেন্সপ্রাপ্ত জাজ শিহান রতন তালুকদার। প্রতিযোগিতায় বিচারকের দায়ীত্বে ছিলেন জাতীয় কারাতে রেফারি সেন্সি আব্দুল হান্নান কাজল, সেন্সি সোনামনি চাকমা, সেন্সি শ্যামল বণিক, সেন্সি সোমেন চক্রবর্তী, সুমিত ধর, ফকরুল আহমেদ রবি ও মোহাম্মদ আজাদ।
প্রতিযোগীতাটির প্রযুক্তিগত পরিচালকের দায়িত্বে ছিলেন তীর্থ তালুকদার। জমকালো প্রতিযোগীতাটির টাইটেল স্পন্সর ছিল চাইনিজ মেরিন ইঞ্জিন কোম্পানি ওয়েচাই আর লাইভ স্ট্রিম পার্টনার হিসেবে ছিল কে মোল্লা ব্ল্যাক টি প্রিমিয়াম।
এ প্রতিযোগীতার মধ্য দিয়ে ওয়ার্ল্ড কারাতে ফেডারেশন কর্তৃক প্রণিত সর্বশেষ কাতা প্রতিযোগীতার নিয়মে ও ফেডারেশন অনুমোদিত প্রিমিয়াম সফটওয়্যার ব্যবহার করে বাংলাদেশে এ প্রথম কোন কারাতে-কাতা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন