শনিবার, ১৫ মার্চ ২০২৫

শিরোনাম

কাল আফগান-বাংলাদেশ টি-টুয়েন্টি লড়াই

বুধবার, মার্চ ২, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয়ের পর আফগানদের বিপক্ষে আগামীকাল থেকে টি-টোয়েন্টি মিশন শুরু করছে বাংলাদেশ ক্রিকেট দল।  প্রথম টি-টোয়েন্টির আগে আজ বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ। কথা বলেছেন নিজের সাম্প্রতিক ফর্ম নিয়েও। এসময় আমি রাইট ট্র্যাকে আছি বলে মন্তব্য করেন তিনি।

বুধবার মাহমুদউল্লাহর কাছে প্রশ্ন ছিল, প্রথম ম্যাচের ম্যাচের একাদশ কেমন হতে পারে? জবাবে অধিনায়ক বললেন, একাদশ নির্বাচনে ভূমিকা নেই তার। অথচ এখন প্রায় প্রতিটি দলের অধিনায়কই নিজেদের ম্যাচের আগে প্রেস কনফারেন্সে একাদশ জানিয়ে দেন।

টি-টুয়েন্টির এ অধিনায়ক বলেন, কাল আমাকে কিছু ভালো বল মারতে হবে। ইনশাআল্লাহ্ আমি ঠিক পথে ফিরে আসবো। কারণ আমার কাছে টিমের চাহিদা ওরকম থাকে। ওয়ানডে ম্যাচগুলোতে হয়তোবা আমি সেভাবে ডেলিভার করতে পারিনি। আমি চেষ্টা করব দলের চাহিদা পূরণের জন্য।

তার ভাষ্য, ‘আমি ইনশাআল্লাহ্ কাল প্রথম বল থেকেই মারবো। চার মারার চেষ্টা করবো, ছয় মারার চেষ্টা করবো। চেষ্টা করবো ফিল্ডিং যেন ভালো থাকে। হয়তো (ওয়ানডে সিরিজে) ওরকম ভালো ফিল্ডিং করতে পারিনি। চেষ্টা করবো ফিল্ডিংয়ের মাধ্যমে দলে অবদান রাখতে।’

এদিকে অধিনায়ক মাহমুদউল্লাহ আসন্ন বিশ্বকাপে নিজের দল কীভাবে সাজাতে চান জানতে চাইলে বললেন, বিশ্বকাপ এখনও অনেক দূর, ৫-৬ মাস বাকি আছে। সামনে যেসব ম্যাচ আছে এখানে বিল্ড আপ করা প্রয়োজন আমরা কী ধরনের ক্রিকেট খেলতে চাই। হয়ত সফল হতেও পারি, না-ও হতে পারি। তবে মানসিকতা যেন সবসময় একইরকম থাকে এটাই গুরুত্বপূর্ণ।

এফআইটি/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন