চলমান ডেস্ক: রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে প্রাণ দিতে হয়েছে এ দুই ইউক্রেনিয়ান ফুটবলারকে। সুস্থ পৃথিবীর মাঠে ফূটবল খেলে গোটা বিশ্ব মাতানোর কথা ছিল তাদের। তবে তারা চিন্তা করলেন, নিজ দেশের সার্বভৌমত্ব রক্ষায় অন্যেদের মত দায়িত্ব রয়েছে তাদেরও। তাই খেলা ছেড়ে দেশের স্বার্থে হাতে অস্ত্র নিয়ে যুদ্ধে যোগ দিয়েছিলেন ভিতালি সাপিলো ও দিমিত্রো মার্তিয়েঙ্কো।
তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় মঙ্গলবার (১ মার্চ) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমবেদনা জানায় পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো।
২১ বছর বয়সী সাপিলো খেলতেন ইউক্রেইনের ক্লাব কার্পাতি লাভিভের যুব দলে। দেশটির রাজধানী কিয়েভের কাছে যুদ্ধ চলাকালীন তিনি মারা যান বলে দেশটির খবরে বলা হয়েছে। অপর খেলোয়াড় মার্টিনেঙ্কো খেলতেন এফসি গস্তোমেলের হয়ে। রাশিয়ান বাহিনীর বোমা হামলায় নিজ বাড়িতে মারা যান ২৫ বছর বয়সী এ ফুটবলার।
ইউরোপের দুই প্রতিবেশী রাষ্ট্র গত কয়েক সপ্তাহের তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনের বিরুদ্ধে স্থল, আকাশ ও সমুদ্রে পথে সর্বাত্মক আক্রমণ শুরু করে রাশিয়া।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন