চলমান ডেস্ক : রোমাঞ্চকর ম্যাচ জয় করে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে পিএসজির মাঠে ১-০ গোলে হারলেও দ্বিতীয় লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-১ গোলের দারুণ জয়ে শেষ আটে রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নরা। হ্যাটট্রিক করে সব আলো নিজের করে নিয়েছেন করিম বেনজিমা। পিএসজিকে প্রথমার্ধে এগিয়ে নিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। রোমাঞ্চকর ম্যাচ জয় করে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে পিএসজির মাঠে ১-০ গোলে হারলেও দ্বিতীয় লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-১ গোলের দারুণ জয়ে শেষ আটে রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নরা। হ্যাটট্রিক করে সব আলো নিজের করে নিয়েছেন করিম বেনজিমা। পিএসজিকে প্রথমার্ধে এগিয়ে নিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে।
ম্যাচের আগে কথা হচ্ছিল মেসিকে নিয়ে, এমবাপের চোট নিয়ে, ওদিকে রিয়ালের ক্যাসেমিরো-মেন্দির না থাকা নিয়েও আলোচনা হয়েছে বিস্তর। তবে রিয়ালে যে কারিম বেনজেমা নামের একজন আছেন, সেটা যেন ভুলেই যাওয়া হচ্ছিল বারবার। পিএসজির একাদশে লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পের মতো তারকা ফুটবলার থাকা সত্ত্বেও আরো একবার চ্যাম্পিয়নস লিগ থেকে খালি হাতে ফিরতে হলো পিএসজিকে।
রিয়াল মাদ্রিদের কাছে দ্বিতীয় লেগে ৩-১ গোলে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো প্যারিসের ক্লাবটিকে। বলতে গেলে এক করিম বেনজিমার কাছেই হেরে গেছে মাউরোসিয়ো পচেত্তিনোর দল। এই ম্যাচের পর ফরাসি তারকাকে প্রশংসায় ভাসিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। বেনজেমা এখন চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বেশি বয়সী হ্যাটট্রিক করা ফুটবলার। পিএসজির বিপক্ষে ৩৪ বছর ৮০ দিন বয়সে হ্যাটট্রিক করেন তিনি। তাকে অসাধারণ নেতা বলছেন আনচেলত্তি।
তিনি বলেছেন, করিম বেনজেমা অসাধারণ নেতা। অসাধারণ সেন্টার ফরোয়ার্ড। সে যা করেছে, আমি খুব খুশি, তার আচরণেও। প্রথম গোলের পর আমরা ভালো গতি পেয়েছি। ভালো চাপ দিয়েছি ও বল নিয়ন্ত্রণ করেছি। দ্বিতীয়ার্ধে কম কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে প্রথমার্ধের তুলনায়।
পিএসজির বিপক্ষে হ্যাটট্রিক করে রিয়াল মাদ্রিদের গোল স্কোরারদের তালিকাতে তিনে চলে এসেছেন বেনজেমা। ক্লাবটির হয়ে তার গোল সংখ্যা ৩০৯টি। তার করা প্রথম গোলটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে বলে বিশ্বাস পিএসজি কোচ মৌরিসিও পচেত্তিনোর। প্রায় একই কথা বললেন আনচেলত্তিও।
তিনি বলেছেন, বিরতির সময়, নিজেদের আমরা বলেছি আমাদের ম্যাচে থাকতে হবে। এমনকি কঠিন সময়েও ভেবেছি কিছু হতে পারে। পিএসজি দারুণ ফুটবলারদের দুর্দান্ত দল। কিন্তু এটাই ফুটবল। সব ছোট জিনিসই সবকিছু বদলে দিতে পারে প্রথম গোলটার মতো করে। প্রথমার্ধে অবশ্য এগিয়েছিল পিএসজি। ম্যাচের ৩৯ মিনিটের সময় নেইমারের বাড়ানো থ্রু বল ধরে নিখুঁত ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন তরুণ ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। ১-০ গোলে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে ফিরেও দারুণ নৈপুণ্য দেখান এমবাপ্পে। ৫৪ মিনিটের সময় আবারও জালের ঠিকানা খুঁজে নেন তিনি। কিন্তু অফসাইডের নিয়মে গোল বাতিল হয় তার। বিরতির আগেও অফসাইডে গোল বাতিল হয়েছিল এমবাপ্পের। এমবাপ্পের কারিশমা শেষে এর পরই আসে বেনজেমার সেই জাদুকরী ১৮ মিনিট।
পিএসজির দুর্বল রক্ষণভাগকে কাজে লাগিয়ে ম্যাচের ৬০ থেকে ৭৮ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূরণ করে দলকে জেতালেন এ ফরাসি তারকা।
ম্যাচের ৬০ মিনিটে মার্কো ভেরাত্তির দূর থেকে দেওয়া ব্যাক পাসে ভড়কে যান পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি ডনারুম্মা। ফাঁকায় বলটি পেয়ে নিজের নিয়ন্ত্রণে নিয়ে বেনজেমাকে পাস দেন ব্রাজিলিয়ান তরুণ। ডি-বক্সের মাঝামাঝি জায়গা থেকে সহজেই সেটি গোলে পরিণত করেন বেনজেমা। ৭৬ মিনিটে লুকা মদ্রিচের পাসে ঘুরে দাঁড়িয়েই অসাধারণ শটে জোড়া গোল পূরণ করেন তিনি।
স্কোরলাইন ২-১ হয় তখন। এর দুই মিনিট পরেই পিএসজির ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কুইনহোসের ভুলে বল পায়ে পান বেনজেমা। সহজ সুযোগ হাতছাড়া করেননি। নিজের হ্যাটট্রিক পূরণ করেন তিনি। শেষ দিকে একটি ফ্রি কি পায় পিএসজি। তবে মেসি লক্ষ্যভেদ করতে পারেননি। অল্পের জন্য তা ক্রসবারের ওপর দিয়ে গেলে ৩-১ গোলে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে প্যারিসের দলটি।
এফআইটি/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন