চট্টগ্রাম: সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্দ্যোগে ‘সড়কে শৃংখলা ফেরাতে চাই সম্মিলিত উদ্যোগ’ শীর্ষক সেমিনার শনিবার (১২ মার্চ) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপনের সভাপতিত্বে ও প্রচার ও প্রকাশনা সম্পাদক আবছার উদ্দিন অলির সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জয়নুল আবেদীন, আলোচক ছিলেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চট্টগ্রামের সহকারী পরিচালক প্রকৌশলী আতিকুর রহমান, নগর পরিকল্পনাবিদ স্থপতি আশিক ইমরান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড মেম্বার শেখ শফিউল আজম, চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল।
২০২১ সালে সংগঠিত দূর্ঘটনার তথ্য বিশ্লেষণ করে মূল প্রবন্ধে বলা হয়, ‘এ সময় সারা দেশে সড়ক দূর্ঘটনা হয়েছে প্রায় ৬ হাজার ২১৩ টি। এতে ৮ হাজার ৫১৬ জন নিহত হয়েছেন ও ৯ হাজার ৭৫১ আহত হয়েছেন।
সড়ক দূর্ঘটনা প্রতিরোধে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে ১২টি প্রস্তাবনা উপস্থাপন করা হয়। সেমিনারে উপস্থিত আলোচকরা প্রস্তাবনার উপর গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। সড়কে দূর্ঘটনা প্রতিরোধ ও সড়কে যান চলাচল সুশৃঙ্খল করতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি মানুষকে সচেতন করে তোলার উপরও গুরুত্বারোপ ও সম্মিলিতভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন সেমিনার উদযাপন পরিষদের আহবায়ক সাইফুল ইসলাম ভূইঁয়া রাসেল, সদস্য সচিব লায়ন আব্দুল মান্নান, সহ সভাপতি মো. সেলিম, সহ সভাপতি আজিমুল ইসলাম চৌধুরী, নুরুল আবছার চৌধুরী, যুগ্ম সম্পাদক আনোয়ারুল আজিম চৌধুরী, ইউসুফ খান, মহিলা বিষয়ক সম্পাদক নাজমা আক্তার, প্রতাপ পাল, আজীবন সদস্য ইকবাল হোসেন, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল পটিয়া উপজেলার সভাপতি মোজাম্মেল হোসেন রাজধন, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির গবেষক রফিকুল আহসান, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন উত্তর জেলার সভাপতি আরফান উল্লাহ চৌধুরী আপেল, অরূপ বড়ুয়া, সালমা বেগম, পারুল আক্তার, শেখ শিরিনুর নিশি, মোর্শেদ আলম, শাহ্ আলম, মঞ্জুরুল আলম, এনএন জাকারিয়া, আশিক আরেফিন।
পবিত্র কোরআন তেলোয়াত করেন মিজানুর রহমান বাপ্পী।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন