হাটহাজারী, চট্টগ্রাম: দেশের প্রতিটি উপজেলার ন্যায় চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ব্যবহারের জন্য ছিল একটি সরকারি গাড়ি। দ্রুত সময়ে সরকারী দায়িত্ব পালনে গাড়িটি ম্যাজিস্ট্রেটের সহায়ক হিসেবে কাজ করে। দ্রুত সময়ের মধ্যে যাতায়াতে সরকারি দায়িত্ব পালন করার একমাত্র অবলম্বন। কিন্তু এক বছর ধরে এ গুরুত্বপূর্ণ গাড়িটি নেই হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার ভূমির। ২০২১ সালের ২৬ ও ২৭ মার্চ দেশব্যাপী নারকীয় তান্ডব চালায় হেফাজতে ইসলাম বাংলাদেশ। ওই দিনেই দেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা ও হাটহাজারীতে ব্যাপক তান্ডব চালিয়ে সরকারি স্থাপনা হিসেবে ভাঙচুর করা হয় হাটহাজারী ভূমি অফিস।
এ সময় দুর্বৃত্তরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে পুড়ে গাড়িটি ব্যবহারের অনুপযোগী হয়ে পরিত্যক্ত অবস্থায় গ্যারেজে রয়েছে।
ঘটনার এক বছর পার হলেও ম্যাজিস্ট্রেট এখনো সরকারী গাড়ি পায়নি। হাটহাজারী সহকারী কমিশনারের (ভূমি) নতুন গাড়ি না থাকায় সরকারী জরুরী যাতায়াতে হিমশিম খেতে হচ্ছে।
এ ব্যাপারে হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হান বলেন, ‘গত বছরের ২৩ জুলাই আমি হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করি। এসেই দেখি সহকারী কমিশনারের ব্যবহৃত সরকারি গাড়িটি দুর্বৃত্তদের আগুনে পুড়ে গ্যারেজে পড়ে আছে। যোগদানের পর থেকে আমি প্রটোকল, সরকারী কাজ ও মোবাইল কোট অভিযানে যেতে হলে রিকুইজিশনকরা গাড়ী নিয়ে যেতে হচ্ছে। অনেক সময় গাড়ি পাওয়া না গেলে ভোগান্তি পোহাতে হয়।’
অফিসের কাজে ব্যবহৃত এ জরুরী গাড়িটি খুব দ্রুত প্রয়োজন বলে মনে করেন উপজেলার এ চৌকস এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
প্রেস বার্তা/সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন