চলমান ডেস্ক: নারী ওয়ানডে বিশ্বকাপে এবারই প্রথম খেলছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের হ্যামিল্টনে নিজেদের তৃতীয় ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। সেই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছেন নিগার সুলতানারা। বাংলাদেশের ছেলেরাও প্রথমবার বিশ্বকাপ খেলতে গিয়ে সাঈদ আনোয়ার, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতার, ইনজামাম উল হক, শহিদ আফ্রিদি, সাকলাইন মুশতাকদের নিয়ে গঠিত ভয়ংকর পাকিস্তান দলকে ৬২ রানে হারিয়ে দিয়েছিল তখনকার বাংলাদেশ দল। ২২ বছর পর সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালেন বাংলাদেশের মেয়েরা।
হ্যামিল্টনে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হয় ম্যাচটি। আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের বিপক্ষে রেকর্ডই গড়ে ফেলেন বাংলাদেশ নারীরা। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৪ রানের সংগ্রহ করে বাংলাদেশের মেয়েরা, যা নিজেদের ওয়ানডে ইতিহাসে বাংলাদেশ নারী দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচেই জয় ছিল বাংলাদেশের। সেই আত্মবিশ্বাসের দেখা মিলেছে ব্যাটিংয়ে। টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৩৪ রান তুললেও এটি ছিল ওয়ানডেতে মেয়েদের রেকর্ড সংগ্রহ। দুই ওপেনার শারমিন সুলতানা ও শারমিন আক্তার মিলে ৩৭ রানের ওপেনিং জুটি গড়েছিলেন। শারমিন সুলতানা ১৭ রানে ফিরলেও সাবলীলভাবে খেলেছেন শারমিন আক্তার ও ফারজানা হক। দুজন মিলে যোগ করেন ৪২ রান। শারমিন আক্তার ৬ রানের জন্য হাফসেঞ্চুরি বঞ্চিত হলে ভেঙে যায় গুরুত্বপূর্ণ এই জুটি। শারমিন ৫৫ বলে ৬ চারে ৪৪ রান করে ফিরেছেন।

তবে সবচেয়ে বড় জুটিটা আসে অধিনায়ক নিগার সুলতানা ও ফারজানা হকের ব্যাটে। মূলত তৃতীয় উইকেটে এই দুই ব্যাটারের ৯৬ রানের জুটিই রেকর্ড সংগ্রহের ভিত গড়ে দিয়েছে। নিগার ৬৪ বলে ৪৬ রান করে আউট হলে টানা দ্বিতীয় হাফসেঞ্চুরি তুলে নেন ফারজানা। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫২ রানের ইনিংস খেলা এই ব্যাটার আজ খেলেছেন ৭১ রানের ইনিংস। ১১৫ বলে ৫ চারে ফারজানা নিজের ইনিংসটি সাজিয়েছেন। এরপর রুমানার ১৬, রিতু মনি ১১ ও সালমার ১১ রান স্কোরবোর্ড সমৃদ্ধ করতে অবদান রেখেছে।
প্রধানমন্ত্রীর অভিনন্দন: আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানকে ৯ রানে পরাজিত করে প্রথম জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার এক অভিনন্দন বার্তায় ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী পাকিস্তানকে পরাজিত করায় দলের সব খেলোয়াড়, কোচ ও নারী ক্রিকেট দলের কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সব কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। শেখ হাসিনা আশা প্রকাশ করেন, বাংলাদেশ নারী ক্রিকেট দলের জয়ের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইতিহাস গড়লেন ফারজানা: রেকর্ড জয়ের ম্যাচে আজ আরেকটি রেকর্ড গড়লেন বাংলাদেশি টপঅর্ডার ফারজানা হক। নাসরা সান্ধুর বলে আউট হওয়ার আগে ৭১ রানের দুর্দান্ত এক ইনিংস খেললেন তিনি। নারী বিশ্বকাপে এটি তার দ্বিতীয় হাফসেঞ্চুরি। বিশ্বকাপের শুরু থেকেই ব্যাট হাসছে ফারজানার।
আগের ম্যাচে দলের আর কেউ রান না পেলেও ঠিকই ফিফটি হাঁকান ফারজানা। নিউজিল্যান্ডের বিপক্ষে সেদিন ওপেনিংয়ে নেমে ৬৩ বলে এক বাউন্ডারিতে ৫২ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। আজ হ্যামিল্টনে অবশ্য ওয়ানডাউনে নামেন। ১১৫ বলে ৫ বাউন্ডারি হাঁকিয়ে ৭১ রান করেন ফারজানা। ফলে নারী বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ব্যাক টু ব্যাক ফিফটির রেকর্ড গড়লেন তিনি।
জয়ের পর অধিনায়কের কথা: প্রথম বিশ্বকাপ জয়ের আনন্দ আসলে অন্যরকম। এই জয়টা আমাদের অনেক প্রয়োজন ছিল। এই টুর্নামেন্টে একটা মোমেন্টামের দরকার ছিল যেটা আজকে আমরা পেয়েছি। বিশ্বকাপে দেশের প্রথম জয়ে নেতৃত্ব দিতে পেরে গর্বিত অনুভব করছি। আশা করব, ভবিষ্যতেও আমরা যেন জয়ের এই ধারাবাহিকতা বজায় রাখি।
এফআইটি/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন