শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

মোটর কোম্পানি ‘ফোর্ড’র সাথে চুক্তি বাংলালিংকের

বুধবার, মার্চ ১৬, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংক সস্প্রতি মোটর কোম্পানি ফোর্ড এর সাথে একটি চুক্তি সই করেছে। এ চুক্তির আওতায় অরেঞ্জ ক্লাবের সদস্যরা ফোর্ড ইকো স্পোর্ট টাইটানিয়ামের (ইকোবুস্ট) উপর বিশেষ ছাড় পাবেন।

বাংলালিংকের লয়্যালটি প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার জেইন জামান ও ফোর্ড বাংলাদেশের এজি অটো ডিভিশনের অপারেশন ডিরেক্টর ইউসুফ আমান চুক্তিতে সই করেন। উপস্থিত ছিলেন এজি অটো ডিভিশনের জেনারেল ম্যানেজার সৈয়দ ইকবাল আহমেদ, এজি অটোমোবাইলস লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেলস) শিহাব উল আলম, বাংলালিংকের লয়্যালটি পার্টনারশিপ ম্যানেজার রাবিতা জাহান প্রিয়তা।

বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সিগনেচার ও প্লাটিনাম সদস্যরা এ সাবকমপ্যাক্ট এসইউভি কেনার সময় দুই লাখ টাকার আকর্ষণীয় ছাড় পাবেন। অফারটি পেতে ‘BLFORD’ টাইপ করে ২০১২ এ মেসেজ পাঠাতে হবে। ফিরতি এসএমএসটি গাড়ি কেনার সময় দেখালে, গ্রাহকরা অফারটি উপভোগ করতে পারবেন।

জেইন জামান বলেন, ‘গ্রাহকদের ধারাবাহিক আস্থা আমাদের সামনে এগিয়ে যেতে উৎসাহিত করে। ফোর্ড ইকো স্পোর্ট টাইটানিয়াম (ইকোবুস্ট) কেনার সময় অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য একটি বিশাল ছাড়ের সুযোগ নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। যেসব গ্রাহক এ ধরনের পারফরম্যান্স ফ্যামিলি গাড়ি খুঁজছেন, এ বিশেষ ছাড় তাদের কাজে আসবে।’

অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য বাড়তি সুবিধা নিয়ে আসতে কাজ করে যাবে বাংলালিংক।

সিএন/এমএ

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন