শনিবার, ১৫ মার্চ ২০২৫

শিরোনাম

স্বাধীনতা দিবসে এসএসসি ৯৪ চট্টগ্রামের ফুটবল ফেস্টিভ্যাল সম্পন্ন

রবিবার, মার্চ ২৭, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: স্বাধীনতা দিবস উপলক্ষে এসএসসি-৯৪ চট্টগ্রামের উদ্যোগে দিবারাত্রি ফুটবল ফেস্টিভ্যাল, আলোচনা ও সাস্কৃতিক অনুষ্ঠানের সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) সিটির হালিশহর পিএইচ আমিন একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।

চট্টগ্রাম-৯৪ ফুটবল টুর্নামেন্ট কমিটির আহবায়ক ইস্কান্দর হোসেন শিপলুর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯৪ এর প্রধান উপদেষ্টা শেখ মো. রাশেদ, টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহবায়ক শাহাদাত কামাল সবুজ, নুর জাহান মান্তাশা, মুশফিকুর রহমান, জাহাঙ্গীর আলম, মোরশিদ আলম, মাসুদ পারভেজ, রাশেদুল হক, আনোয়ারা রিনু, শহীদ ইকবাল চৌধরী, মিনহাজ উদ্দীন, নাঈম উদ্দীন মাহমুদ।

ফেস্টিভ্যালে চারটি টিম অংশ নেয়। এর মধ্যে প্রথম রাউন্ডে ফ্রেন্ডস ফর এভার ও ফ্রেন্ডস এসসি এবং দ্বিতীয় রাউন্ডে এভারগ্রীন-৯৪ ও ৯৪ গ্লেডিয়েটার্স খেলায় অংশ নেন।

অনুষ্ঠানে আমিনুল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম সব সময় সব কিছুতে এগিয়ে ছিল। স্বাধীনতা যুদ্ধে চট্টগ্রামের বীর সন্তানদের ভূমিকা চির স্বরণীয়। স্বাধীনতা দিবসে ৯৪-চট্টগ্রাম যে খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে, তা অত্যন্ত ভাল দিক। এখনকার যুব সমাজ নানা ধরণের নেশায় নিজেদের সম্পৃক্ততা করে সমাজে ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাড়াচ্ছে। আমাদের যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য খেলাধূলার কোন বিকল্প নেই।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন