চলমান ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্ট হেরে গেছে বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিন মাত্র ৫৫ মিনিট ব্যাট করে অলআউট হয়ে ম্যাচ হারে বাংলাদেশ। জয়ের জন্য ২৭৪ রানের টার্গেটে খেলতে নেমে ১৯ ওভারে মাত্র ৫৩ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলে ২২০ রানের বড় ব্যবধানে ম্যাচ হারে টাইগাররা। এর আগে দক্ষিণ আফ্রিকার কাছে রান ব্যবধানে একবারই হেরেছিল বাংলাদেশ। সেটি ২০১৭ সালে পচেফস্ট্রুমে ৩৩৩ রানের ব্যবধানে। নিজেদের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন ৫৩ রানে অলআউট হয় বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩ ওভার ব্যাট করতে পারে টাইগার।
চতুর্থ দিন বিকালে জয়ের জন্য ২৭৪ রানের টার্গেট পায় বাংলাদেশ। দিন শেষে ছয় ওভারে তিন উইকেটে ১১ রান তুলছিল টাইগাররা। ম্যাচটি জিততে আজ পঞ্চম ও শেষ দিনে বাকী সাত উইকেটে ২৬৩ রান করতে হত বাংলাদেশকে।
ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে পঞ্চম ও শেষ দিনে খেলতে নেমে দিনের পঞ্চম বলেই মুশফিককে হারায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজের বলে লেগ বিফোর হয়ে খালি হাতে থামেন মুশফিক। নবম ওভারের পঞ্চম বলে দুেই রান করা লিটন দাসকে তুলে নেন মহারাজ। আর ১১তম ওভারে ইয়াসির আলিকে পাঁচ রানে বোল্ড করে ইনিংসে নিজের পঞ্চম উইকেট পূর্ণ করেন মহারাজ। ২৬ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। এরপর দলীয় ৩৩ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে মিরাজের বিদায় নিশ্চিত করেন হার্মার। এতে নিজেদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার শংকায় পড়ে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বনিম্ন রান ৪৩। তবে অষ্টম উইকেটে ১৭ রানের জুটি গড়ে বাংলাদেশকে বড় লজ্জার হাত থেকে বাঁচান নাজমুল হোসেন শান্ত ও নয় নম্বরে নামা তাসকিন আহমেদ। এ জুটির কল্যাণে ৫০ রান স্পর্শ করে বাংলাদেশের স্কোর।
পাঁচ রান নিয়ে দিন শুরু করা শান্তকে ২৬ রানে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকাকে ব্রেক-থ্রু এনে দেন হার্মার। ৫২ বল খেলে একটি করে চার-ছক্কা মারেন শান্ত। এরপর তাসকিনকে ১৪ ও খালেদকে শুন্য রানে শিকার করে বাংলাদেশকে ৫৩ রানেই গুটিয়ে দেন মহারাজ।
বল হাতে দশ ওভারে ৩২ রানে সাত উইকেট নেন মহারাজ। আর নয় ওভারে ২১ রানে তিন উইকেট নেন হার্মার। দক্ষিণ আফ্রিকার দুই স্পিনার মিলে বাংলাদেশের দশ উইকেট শিকার করেন। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার এ প্রথম এমন কীর্তি করল দক্ষিণ আফ্রিকার স্পিনাররা। টেস্ট ইতিহাসে দুই বোলার মিলে প্রতিপক্ষে ইনিংস শেষ করার ক্ষেত্রে এটিই ২৮তম ঘটনা।
৩২ রানে সাত উইকেট নিয়ে ম্যাচ সেরা হন দক্ষিণ আফ্রিকার মহারাজ।
আগামী ৭ এপ্রিল বৃহস্পতিবার পোর্ট এলিজাবেথে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন