শনিবার, ১৫ মার্চ ২০২৫

শিরোনাম

শতাধিক রেসার নিয়ে পতেঙ্গাতে ‘এমটিভি চ্যাম্পিয়নশিপ ২২’ অনুষ্ঠিত

সোমবার, এপ্রিল ৪, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: শতাধিক রেসার নিয়ে ‘রেস এক্রোস বাংলাদেশ’ এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘এমটিভি চ্যাম্পিয়নশিপ ২২” সিজন ওয়ান। এর সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন, সিজেকেএস, রোটারি ক্লাব অফ চিটাগং রেইনবো, এথলেশন, বাংলাদেশের অন্যতম পরিচিত সাইক্লিং কমিউনিটি ‘এফএনএফ রাইডার্স চট্টগ্রাম’। রেস পরিচালনা ও সার্বিক নিরাপত্তার তত্বাবধানে ছিল চট্টগ্রাম টুরিস্ট পুলিশ, রেস এক্রোস বাংলাদেশের প্রতিষ্ঠতা ঝিমি চাকমা (ঝুম), সহ-পরিচালক রাকিব উদ্দিন, থ্রি স্টুডিওস ইভেন্ট ম্যানেজমেন্টের কর্ণধার তাজনুভা হায়দার নোভা।

শুক্রবার (১ এপ্রিল) শুক্রবার সকাল সাতটায় ‘এমটিভি চ্যাম্পিয়নশিপ/২২’ রেইস শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়। ২৮ কিলোমিটারের এ ট্র্যাকে প্রতিযোগিতা করতে সারা দেশ থেকে অংশ নিয়েছে ৮২ জন প্রতিযোগী। রেস পরিচালনার জন্য ৫০ জন ভলান্টিয়ার কাজ করেছেন পতেঙ্গা সাইকেলিং ফেডারেশনের।

এবারের রেসের প্রধান আকর্ষণ ছিল প্রথম ৩০ জন রেজিস্ট্রেশনকারী পতেঙ্গা টুডে হোটেলে ফ্রি রাত্রি যাপনের সুযোগ। এতে প্রাইজ মানি হিসেবে দেওয়া হয়েছে প্রায় অর্ধলাখ টাকা।

রেইস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্তিত ছিলেন টুরিস্ট পুলিশ চট্টগ্রাম বিভাগের ডিআইজি মো. মোসলেম, শেঠ প্রোপার্টিজের কর্নধার সোলাইমান আলম শেঠ, সিজেকেএসের সহ সভাপতি শাহিন আফতাবুর রেজা চৌধুরী, সিপিআরের কর্নধার এসএম রাসেল, কোরিয়ান সমিতির চট্টগ্রামের সভাপতি জিনহুক পেইক, আকরাম হোসেন আজাদ, আহমেদ রফিক ইমতিয়াজ, উমাইর আলম শেঠ, যাইফ শেঠ ও আবরার ইয়াসিন, এফএনএফ গ্রুপের এডমিন সুবির মিত্র, পতেংগা সাইক্লিস গ্রুপের এডমিন ইমদাদুল ইসলাম রুবেল। উপস্থাপনায় ছিলেন পৃথা পারমিতা।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন