চলমান ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জ পার্কে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে শুক্রবার (৮ এপ্রিল) নামবে বাংলাদেশ ক্রিকেট দল। এ ভেন্যুতে এর আগে কোন ফর্মেটেই ম্যাচ খেলেনি বাংলাদেশ। তাই এ ভেন্যুতে শুক্রবার (৮ এপ্রিল) অভিষেক হতে যাচ্ছে টাইগারদের।
দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ফরম্যাট মিলিয়ে এখন পর্যন্ত ২৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেন্ট জর্জ পার্ক বাদে অন্যান্য ভেন্যুতে খেলার অভিজ্ঞতা আছে টাইগারদের।
দক্ষিণ আফ্রিকার মাটিতে দুইটি জয় ও ২১টি হার বাংলাদেশের। এবারের সফরের শুরুতে ওয়ানডে সিরিজে পাওয়া দুইটি জয়ই এখন পর্যন্ত বড় অর্জন টাইগারদের।
তবে পরিবেশ অচেনা হলেও সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জয় পেতে মরিয়া বাংলাদেশ। সিরিজ হার এড়াতে জয় ছাড়া বিকল্প পথ নেই টাইগারদের।
বছরের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে জয়, আর এবারের দক্ষিণ আফ্রিকার সফরের শুরুতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ে, আত্মবিশ্বাসী বাংলাদেশ। ডারবানের কিংসমিডে সিরিজের প্রথম টেস্টে বাজেভাবে হারলেও, দক্ষিণ আফ্রিকা সফরের শেষটা রঙিন করতে চায় বাংলাাদেশ।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন