চলমান ডেস্ক: নৈতিকতা ও ধর্মানুভূতি মানুষের মনে সঞ্চার করে আনন্দ, জীবনে এনে দেয় প্রশান্তি। কিন্তু জীবনের অযাচিত চাহিদা ও লৌকিকতা আমাদেরকে নিয়ে যায় ধ্বংসের শেষ প্রান্তে। সেই চিরচেনা সত্যকে নতুন করে উপলব্ধি করার জন্য দেশের সেরা স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘বঙ্গ’ রমজান মাসে এনেছে ২৫ পর্বের ধারাবাহিক নাটক ‘মন কাবা’।
লিটু সাখাওয়াতের রচনায় ও সকাল আহমেদের পরিচালনায় বঙ্গ অরিজিনাল ধারাবাহিক ‘মন কাবা’তে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, আজিজুল হাকিম, শহিদুল আলম সাচ্চু, মিলি বাশার, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, এলেন শুভ্র, সাদ নওভী, শরাফ আহমেদ জীবন, মাখনুন সুলতানা মাহিমা, অলংকার চৌধুরী, নাদিয়া আফরিন মিম, আশরাফুল আশীষ, আনোয়ার হোসেন।
নাটকটির গল্প এগিয়েছে আমজাদ সাহেব ও সালেক সাহেবের পরিবার ও আশেপাশের মানুষদের ঘিরে। সৎ ও ধার্মিক আমজাদ সাহেব তার পরিবারকে নিয়ে বাঁচতে চান সুস্থ, সুন্দর, সুশৃঙ্খল ধর্মীয় মূল্যবোধের আলোকে। অপর দিকে, সালেক সাহেবের দৃষ্টি শুধু খ্যাতি, সম্পদ ও প্রতিপত্তির দিকে। তবে দুইটি পরিবারের সদ্য তারুণ্যে পা রাখা সন্তানদেরই আছে নিজেস্ব জগৎ। পরিবারের গন্ডি থেকে তারা বেরিয়ে নিজের মত করে বাঁচতে চায়, কিন্তু পথ জানা নাই। এ পথ খোঁজার মধ্য দিয়ে দুই পরিবারের সন্তানদের মধ্যে তৈরি হয় মেলবন্ধন। কিন্তু পরিবার দুইটির ভিন্ন জীবন-আচরণের কারণে দেখা যায় নানা জটিলতা। অবশেষে কি ঘটবে? জানতে হলে দেখুন ‘মন কাবা’। ‘মন কাবা’ গত রোববার (৩ এপ্রিল) থেকে সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রচারিত হচ্ছে স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশনের পর্দায়। বৃহস্পতিবার (৭ এপ্রিল) ‘মন কাবা’ দেখা যাচ্ছে বঙ্গ এর নিজস্ব ওটিটি প্ল্যাটফর্মে।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন