রাজধানীর কাকরাইলে চার্চের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় সাকিব (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (০৬ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান। লাশ হাসপাতালটির মর্গে রাখা হয়েছে।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, এ ঘটনায় দিদার নামে (৩০) আহত আরেকজন হাসপাতালটিতে ভর্তি রয়েছেন।
তিনি আরও জানান, কাকরাইলের চার্চের সামনে দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে অন্য আরেকটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে যান সাকিব ও দিদার। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা সাকিবকে মৃত ঘোষণা করেন। দিদার (৩০) হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন। অপর মোটরসাইকেলটি পালিয়ে যায়।
আহত দিদার জানিয়েছেন, তাদের বাসা মিরপুরের কালওয়ালাপাড়ায়। দুজনেই দোকান কর্মচারী। দিদার লেপতোশকের দোকান কর্মচারী।
তিনি বলেন, ‘আমরা গুলিস্তান যাচ্ছিলাম। কাকরাইল এলাকায় আরেকটি মোটরসাইকেল আমাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে চলে যায়। আমাদের গাড়িটি আইল্যান্ডের সঙ্গে লেগে উল্টে পড়ে যায়। গাড়িটি চালাচ্ছিল সাকিব।’
Views: 0
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন