সীতাকুণ্ড, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড পৌরসভার চার নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দাঊদ সম্রাট হত্যাকান্ডের মূল আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-৭ চট্টগ্রাম।
সীতাকুন্ড থানার ভুইয়াপাড়া এলাকা থেকে শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে তাদেরকে গ্রেফতার করা হয়। তারা হল মিরসরাই থানার বাতালিয়ার নুরুল মোস্তফার পুত্র মো. মামুন প্রকাত ডাকাত মামুন (২২) ও মধ্যম মহাদেবপুরের মৃত নুরুল ইসলামের পুত্র মো. নুরুল হুদা (২৫)।
র্যাব ৭ জানায়, ২০১৮ সালের ৩১ ডিসেম্বরর বিকালে চট্টগ্রাম জেলার সীতাকুন্ডের চার নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দাঊদ সম্রাটকে দুস্কৃতিকারীরা হত্যার উদ্দেশ্যে চোরা ও কিরিচ দিয়ে নির্মম ও নৃশংসভাবে বুক, পেট ও শরীরের বিভিন্ন অংশে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা মুমূর্ষু সম্রাটকে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় নিহতের মা জেবুন্নেসা বাদী হয়ে সীতাকুন্ড থানায় ১৪ জনকে আসামী করে হত্যা মামলা করেন।
ঘটনার পর থেকে মামলার মূল আসামি মো. মামুন ও মো. নুর উদ্দিন বিভিন্ন জায়গায় পালিয়ে থাকে। র্যাব-৭ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী শুরু। এক পর্যায়ে গোপন খবরের ভিত্তিতে মো. মামুন ও মো. নুর উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তারা সম্রাট হত্যার সাথে সরাসরি সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে।
তাদেরকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মো. নূরুল আবছার, সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া), র্যাব ৭।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন