হাটহাজারী, চট্টগ্রাম: হাটহাজারী আইনজীবী সমিতির নতুন কমিটি গঠন হরা হয়েছে। আইনজীবী মো. মাসুদুল আলমকে সভাপতি ও মো. নুরুল আনোয়ার চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৭১ জনের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
হাটহাজারীর আইনজীবীদের সমন্বয়ে কমিটি গঠনকল্পে সভা ও ইফতার মাহফিল ক্যাফে রঙ্গম রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। এডভোকেট কাজী সাইফুদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও এডভোকেট মোহাম্মদ নূরুল আনোয়ার চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবু মোহাম্মদ হাশেম, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এএইচ এম জিয়াউদ্দিন। অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোহাম্মদ মুজিবুল হক ও এডভোকেট এএস এম বদরুল আনোয়ার।
অনুষ্ঠানে বক্তব্য দেন আইনজীবী মো. জামাল উদ্দিন, মো. মাসুদুল আলম, মো. সাহাদাত হোসেন, মোহাম্মদ জালাল উদ্দিন পারভেজ, মো. রফিকুল আলম, মো. লোকমান মাসুম ও সৈয়দ মোহাম্মদ লোকমান।
অনুষ্ঠানে হাটহাজারীর সব আইনজীবীদের সর্বসম্মতিক্রমে আইনজীবী মো. জামাল উদ্দিনকে সিনিয়র সহ সভাপতি, মো. জিয়া হাবিব আহসানকে সহ-সভাপতি, ফরিদুল আলমকে সহ-সভাপতি, মো. সাহাদাত হোসেনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ জালাল উদ্দিন পারভেজ ও মো. লোকমান মাসুমকে যুগ্ম সাধারণ সম্পাদক, মো. রফিকুল আলমকে সাংগঠনিক সম্পাদক, মঈনুদ্দিন কাদের ও কায়সার উদ্দিনকে সহ সাংগঠনিক সম্পাদক, মো. সোলায়মানকে দপ্তর সম্পাদক, উৎপল কান্তি রাহাকে প্রচার সম্পাদক, মনিরুল আলম চৌধুরী টিপুকে অর্থ সম্পাদক, মোহাম্মদ সাহাদাত হোসেনকে পাঠাগার সম্পাদক, ফারজানা রবিউল লিজাকে সাংস্কৃতিক সম্পাদক ও আইনজীবী ফাতেমা নারগিছ হেলনাকে সহ-সাংস্কৃতিক সম্পাদক করা হয়েছে।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন