চট্টগ্রাম: কৃতি হাফেজদের সম্মাননা প্রদান ও ইফতার মাহফিল করেছে জাতীয় হাফেজে কোরআন পরিষদ বাংলাদেশ।
বুধবার (২০ এপ্রিল) সিটির খুলশি লায়ন্স ফাউন্ডেশনের হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ নোমান ও সাংগঠনিক সম্পাদক হাফেজ রিদওয়ানুল হক শাকির যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানে প্রধান আলোচ চট্টগ্রামের জামেয়া জিরি মাদরাসার মুহাদ্দিস শিক্ষাবিদ আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘কোরআন শিক্ষার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে। কিন্তু কোন ধরনের ষড়যন্ত্র কোরআনের অগ্রযাত্রাকে দমিয়ে রাখতে পারবে না। পৃথিবী যত দিন থাকবে, কোরআনকে মুছে ফেলা যাবে না। কারণ, আমাদের হাফেজেরা এ কোরআনকে বুকে ধারণ করেন।’
বিশেষ অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান শহিদুল হক বলেন, ‘কুরআন হিফজের পাশাপাশি ভাল করে বুঝতে হবে। কুরআনের শিক্ষা অনুযায়ী আমল করতে হবে। তার পাশাপাশি কুরআনের এ বাণী সব খানে ছড়িয়ে দিতে হবে আমাদের।’
অনুষ্ঠানে বক্তব্য দেন চবির অধ্যাপক ফরিদ উদ্দিন, চট্টগ্রাম দারুল ইরফান মাদ্রাসার প্রিন্সিপাল মহিউদ্দিন মাহবুব, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনালের ভাইস প্রিন্সিপাল বিজ্ঞান গবেষক ফিরোজ আহমেদ, শিক্ষাবিদ হুমায়ূন কবির, মাওলানা তৈয়ব ও শরিফ মোহাম্মদ আব্দুল্লাহ।
অনুষ্ঠানে চিকিৎসা, প্রকৌশল, ব্যবসায়সহ বিভিন্ন পেশায় নিযুক্তে থাকার পাশাপাশি কোরআন হিফজ করা ২৫ জন হাফেজকে সংগঠনটির পক্ষ থেকে সম্মাননা দেয়া হয়।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন