শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

চন্দনাইশে বনভূমি সংলগ্ন মাটি কাটার দায়ে জরিমানা, স্কেভেটর জব্দ

শুক্রবার, এপ্রিল ২২, ২০২২

প্রিন্ট করুন

চন্দনাইশ, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার বরগুনি বিট জঙ্গল হাশিমপুর মৌজার সরকারি সংরক্ষিত বনাঞ্চল সংলগ্ন মাটি কাটার দায়ে মো. আজিজ নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত স্কেভেটরটিও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী এ পদক্ষেপ নেন। চন্দনাইশ উপজেলার বরগুনি বিট কর্মকর্তা খন্দকার মাহাবুবুর রহমান ও চন্দনাইশ থানার পুলিশের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

গালিব চৌধুরী বলেন, ‘অবৈধভাবে পাহাড় ও কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় সরবরাহের অপরাধে এ পদক্ষেপ নেয়া হয়েছে। আগামীতে কৃষি জমি রক্ষায় চন্দনাইশ উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন