শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

প্রধানমন্ত্রীর ঘোষণা না আসা পর্যন্ত চলবে সিআরবি রক্ষায় প্রতিবাদ

রবিবার, এপ্রিল ২৪, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: সিআরবি রক্ষায় নাগরিক সমাজ-চট্টগ্রামের টানা প্রতিবাদ কর্মসূচি চলছে দশ মাস। দেশের ইতিহাসে এমন বিরতিহীন প্রতিবাদের নজির না থাকলেও আন্দোলনকারীরা যত দিন পর্যন্ত সিআরবি রক্ষায় প্রধানমন্ত্রীর ঘোষণা আসবে না, তত দিন প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

সিআরবি চত্বরে শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় নাগরিক সমাজ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে চট্টগ্রামের এ ফুসফুস রক্ষার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন সংগঠনের নেতারা। গত জুলাই থেকে চলে আসা চলমান কর্মসূচি চলতি রমজান মাসেও বন্ধ নেই। প্রতিদিন বিকালে রোজা মুখে সিআরবির সবুজ আর পাহাড় ধ্বংস করে বেসরকারি হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলছেন আন্দোলনকারীরা।

ইফতার ও দোয়া মাহফিলের আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ‘সিআরবি রক্ষা এ মুহূর্তে চট্টগ্রামবাসীর প্রথম প্রাণের দাবি। এ দাবি আদায়ের আন্দোলনের মাধ্যমে চট্টগ্রামবাসী অহিংস আন্দোলনের ইতিহাসে নজির সৃষ্টি করেছে। সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত প্রতিবাদ চালাতে আমরা প্রস্তুত।’

বক্তারা আরো বলেন, ‘সরকারকে ভুল বুঝিয়ে, মিথ্যা তথ্য দিয়ে যারা এ পরিবেশ বিধ্বংসী প্রকল্প হাতে নিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যাতে ভবিষ্যতের জন্য এটা উদাহরণ হয়ে থাকে।’

অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলের সঞ্চালনায় এতে বক্তব্য দেন নাগরিক সমাজের কো-চেয়ারম্যান দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর র হমান, বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান ও মোহাম্মদ ইউনুস, চটগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইফতেখার সাইমুল চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক হোসাইন কবির, কেন্দ্রীয় জাসদ নেতা জসিম উদ্দিন বাবুল, বিএফইউজ’র যুগ্ম মহাসচিব মহসীন কাজী, নাগরিক সমাজের যুগ্ম সদস্য সচিব কামরুল হাসান বাদল, রাশেদ হাসান, যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি, নগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, সাংবাদিক ঋত্বিক নয়ন, বোরহান উদ্দিন সালেহীন, আবৃত্তি শিল্পী প্রণব চৌধুরী, দিলরুবা খানম, সুনীল দে, যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, তোফাজ্জল হোসেন জিকু, লায়লা আক্তার এটলি, মোরশেদ আলম চৌধুরী, মিজানুর রহমান, মাহামুদুর করিম, হাসিনা আক্তার টুনু, শিল্পী নারায়ন দাশ, আনোয়ার পলাশ, মাইমুন উদ্দিন মামুন, শুভ দত্ত, তাপস দে, মোরশেদ আলম, মোহাম্মদ জাফর, একরাম হোসেন, মুজিব বিপ্লব

অনুষ্ঠানে দোয়া ও মিলাদ পরিচালনা করে মাসুম চৌধুরী।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন