চলমান ডেস্ক: রেকর্ড ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনে নিয়েছেন ইলেকট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। অবশ্য তিনি এখনো মালিকানা বুঝে পাননি হাতে। কিন্তু তার আগেই বিশ্বের এ শীর্ষ ধনীর বেশ কিছু পরিকল্পনার কথা প্রকাশ করেছে ডেইলি মেইল।
যার মধ্যে রয়েছে, টুইটারের এক হাজার কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনাও। এ ছাড়া টুইটারের আয় পাঁচগুণ বাড়ানোরও পরিকল্পনা রয়েছে মাস্কের।
ওই প্রতিবেদনে বলা হয়, ‘সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি কেনার কাজ সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই টুইটারের এক হাজার কর্মীকে বরখাস্ত করার পরিকল্পনা করছেন ইলন মাস্ক।’
রেকর্ড পরিমাণ অর্থে টুইটার কিনে নেওয়ার পর এখন প্রতিষ্ঠানটির মালিকানা আনুষ্ঠানিকভাবে উঠবে মাস্কের হাতে। তবে এ কাজে ছয় মাসের মত সময় লাগতে পারে। আর এরপরই মাস্ক টুইটারের বহু কর্মীকে বরখাস্ত করতে পারেন বলে মনে করা হচ্ছে।
ডেইলি মেইল বলছে, ‘২০২৩ সালে টুইটারে কর্মচারীর সংখ্যা আট হাজার ৩৩২ জনে নেমে আসার আগে চলতি বছর তা নয় হাজার ২২৫ জনের মধ্যে ওঠা-নামা করতে পারে। এরপর ২০২৫ সালের মধ্যে টুইটারে যোগ হবে আরো দুই হাজার ৭০০ কর্মী।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন