বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

এজিয়ান সাগরে ডুবন্ত নৌযান থেকে শতাধিক অভিবাসী উদ্ধার

সোমবার, মে ৯, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: এজিয়ান সাগরে একটি ডুবন্ত পালতোলা নৌকা থেকে অনেক শিশুসহ ১০৬ অভিবাসীকে উদ্ধার করেছে গ্রিসের কোস্টগার্ড। রোববার (৮ মে) তারা এ তথ্য জানিয়েছে।

কোস্টগার্ড এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার (৭ মে) রাতে তুরস্কের উপকূলের অদূরে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কোস দ্বীপের কাছে অভিবাসীদের পাওয়া গেছে। অভিবাসীদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক ১৪ জন নারী ও ২০ জন শিশু রয়েছে।

কোস্টগার্ড আরো জানায়, এ ঘটনায় অন্য কেউ নিখোঁজ হয়নি বলে ধারণা করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন