রবিবার, ১৬ মার্চ ২০২৫

শিরোনাম

করোনায় আক্রান্ত সাকিব আল হাসান

বুধবার, মে ১১, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: করোনায় আক্রান্ত হয়েছেন সাকিব আল হাসান। দেশে এসে করোনা পরীক্ষা করেই এই দুঃসংবাদ পেয়েছেন তিনি। এর ফলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলা হচ্ছে না তার। বিসিবির চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলেন, সাকিব আজ সকালে দেশে ফিরেছেন। নিয়ম অনুযায়ী করোনাভাইরাস টেস্ট দিয়ে তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা আগামীকাল। তবে আজ করা টেস্ট পজিটিভ এসেছে। এখন তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।

ঈদের ছুটির পর বাংলাদেশ দল শ্রীলঙ্কা সিরিজে প্রস্তুতি শুরু করলেও সাকিব ছিলেন অনুপস্থিত। যুক্তরাষ্ট্রে থাকায় এই অলরাউন্ডার বাড়তি দুই দিনের ছুটি নিয়েছিলেন। সেই ছুটি শেষ করে আজ (মঙ্গলবার) সকালেই দেশে ফিরেছেন সাকিব। কোভিড প্রটোকল অনুযায়ী করানো হয় তার করোনা পরীক্ষা। সেখানেই পজিটিভ ফল এসেছে বাঁহাতি অলরাউন্ডারের।

পাঁচ দিন আইসোলেশনে থাকতে হবে সাকিবকে। মনজুর বলেছেন, ‘সাকিবের কোভিড উপসর্গ আছে। তার আইসোলেশনের প্রসেস হচ্ছে বাসায় থাকতে হবে পাঁচ দিন। ১৪ মে তার আইসোলেশন শেষ হবে। এরপর চাইলে টিমের সঙ্গে যোগ দেওয়া যাবে। মেডিক্যাল টিম থেকে কোনও বাধ্যবাধকতা নেই।’ এদিকে বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে, প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন সাকিব।

এফআইটি/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন